বাড্ডায় গুলিবিদ্ধ আরেকজনের মৃত্যু
রাজধানীর বাড্ডায় সন্ত্রাসীদের গুলিতে আহত মো. আবদুস সালাম (৪০) মারা গেছেন। এ নিয়ে এই ঘটনায় চারজনের মৃত্যু হলো। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রোববার রাত ১১টার দিকে আবদুস সালামের মৃত্যু হয়।
তিনি নিজেকে বাড্ডা ইউনিয়ন যুবলীগের সিনিয়র ভাইস চেয়ারম্যান দাবি করেন। আবদুস সালামের বাড়ি বরগুনার আদর্শনগরে। বাবার নাম মির্জা আলী।
গত ১৩ আগস্ট রাতে মধ্যবাড্ডার আদর্শনগর পানির পাম্প এলাকায় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক লীগের সাহিত্যবিষয়ক সহ-সম্পাদক মো. মাহবুবুর রহমান গামা, ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা শামসু মোল্লা ও স্থানীয় ক্লিনিকের ম্যানেজার ফিরোজ আহমেদ মানিক।
হাসপাতালে নেওয়ার পর শামসু মোল্লা ও ফিরোজ আহমেদ মানিক মারা যান। পরদিন চিকিৎসাধীন অবস্থায় গামার মৃত্যু হয়। এ ঘটনায় ১৫ আগস্ট গামার বাবা মো. মতিউর রহমান বাদী হয়ে অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে বাড্ডা থানায় হত্যা মামলা করেন।
‘রাজনৈতিক প্রতিহিংসার’ পাশাপাশি ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ ও কোরবানির পশুর হাটের ইজারা নিয়ে দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে সন্দেহ গামার স্বজনদের। ওই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন একজন সম্প্রতি গাজীপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ছাত্রলীগ, শিক্ষার্থী, মহিলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন