রাজধানীতে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ১জন নিহত
রাজধানীর বাড্ডা থানাধীন ১০০ ফিট স্বদেশ প্রপার্টিজের পাশের এলাকায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে জহিরুল ইসলাম ওরফে কুত্তা জহির নিহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে র্যাব-১ ব্যাটালিয়ন সদস্যরা তাকে আটক করতে গেলে বন্দুকযুদ্ধ হয়।
এসময় র্যাবের গুলিতে আহত হন কুত্তা জহির। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া পথে মারা যায় । র্যাবের দাবি, বাড্ডা থানাধীন এলাকার সন্ত্রাসী কর্মকাণ্ড, হত্যা ও চাঁদাবাজিসহ বেশ কিছু মামলার আসামি ছিলেন জহির।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১ এর অপারেশন অফিসার এএসপি আকরামুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা জানতে পারে স্বদেশ প্রপার্টিজ সংলগ্ন এলাকায় অবস্থান করছিলেন জরিহুল ইসলাম। এখবরে র্যাব সদস্যরা সেখানে উপস্থিত হয়।
র্যাবের উপস্থিতি টের পেয়ে জরিহুল র্যাবকে উদ্দেশ্য করে গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে। এসময় আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও গুলি চালালে জরিুহল গুলিবিদ্ধ হয়। পরে আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
এএসপি আকরামুল হাসান জানান, জহিরুলের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজি, ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তার মরদেহ এখন ঢামেক হাসপাতাল মর্গে রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ছাত্রলীগ, শিক্ষার্থী, মহিলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন