বাদাম দিয়ে কী তৈরি হয় শুনলে আর খোলা ভাঙার সাহস পাবেন না!
বাদামের খোলা মট্ করে খুলে প্রেমিকার হাতে হাত রেখে কত প্রেমই না করেছেন। কিন্তু এই খবর পড়ার পরে বাদামের খোলা ছাড়ানো তো দূরের কথা, চিনেবাদাম দেখলেই পালাবেন।
চিনেবাদাম এবং প্রেমের সম্পর্ক কদ্দিনের? সেই কবে থেকে এরা দু’জন একসঙ্গে পথ চলছে একসঙ্গে। এই প্রতিবেদনের পরে অবশ্য আর সেই কথা বলার অবকাশ না-ও থাকতে পারে। জানেন, চিনেবাদাম দিয়ে কী তৈরি হয়? যেটি তৈরি হয়, তার সঙ্গে প্রেমের কোনও যোগাযোগ তো নেই-ই, রয়েছে ধ্বংসের।
আজ্ঞে হ্যাঁ, ডিনামাইট তৈরি করতে চিনেবাদাম লাগে। বাদাম মাত্রেই তেল থাকে। চিনেবাদামেরও রয়েছে। চিনেবাদামের তেল থেকে তৈরি হয় গ্লিসেরল। নাইট্রোগ্লাইসেরিনের প্রধান উপাদানই হল গ্লিসেরল। নাইট্রোগ্লাইসেরিন কী? এটি একটি অত্যন্ত ‘আনস্টেব্ল’ বিস্ফোরক! হাতে থাকা অবস্থায় সামান্য ঝাঁকুনি লাগলেও কেলেঙ্কারি হতে পারে। এই বস্তুটির সঙ্গে মাটি, কাঠের গুঁড়ো ইত্যাদি মিশিয়ে তৈরি হয় ডিনামাইট।
তা হলে বুঝতে পারছেন তো? আজই গিয়ে বান্ধবীকে বলুন, কেন চিনেবাদাম খাওয়া উচিত নয়!
এই সংক্রান্ত আরো সংবাদ
আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন
মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু
মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন
স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন