বাদ পড়লেন বাপ্পি; আসছে কে?

শিডিউল ফাঁসানোসহ নানা টালবাহানার অভিযোগ এসেছে চিত্রনায়ক বাপ্পি চৌধুরীর বিরুদ্ধে। চিঠির মাধ্যমে চলচ্চিত্র পরিচালক সমিতিতে অভিযোগ করেছেন পরিচালক তাজুল ইসলাম। ‘গোপন সংকেত’ ছবির শুটিংয়ের শিডিউল ফাঁসানোর অভিযোগ করেন তিনি।
অভিযোগে পরিচালক লিখেন, নবাগত রাফিয়া তিশার সঙ্গে অভিনয়ের সম্মতি দিয়ে চুক্তিবদ্ধ হয়েও পরে এ নায়িকার সঙ্গে কাজ করতে চাননি বাপ্পি। পরবর্তীতে বাপ্পির সম্মতিতে পিয়া বিপাশাকে নেয়া হয়। কিছু দিন পর পিয়া বিপাশার ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেন এবং তাকে বাদ দিতে বলেন বাপ্পি। এরপর নবাগত নায়িকা আলভিরা ইমুকে নিয়ে শুটিং শুরু হয়। একদিন শুটিং করে পরে শিডিউল দিয়ে সেটে আসেননি বাপ্পি।
এ বিষয়ে বাপ্পি বলেন, ‘আমি প্রতিটি অভিযোগে আমার পক্ষে যুক্তি দিয়েছি। সেদিন (২৮ ফেব্রুয়ারি, মঙ্গলবার) পরিচালক সমিতিতে আমি তাজুল ইসলামের সাথে আমার ফোনালাপের সমস্ত রেকর্ড জমা দিয়েছি। তারপর পরিচালক সমিতি থেকে যে সিদ্ধান্ত দিয়েছে সেটি আমি মেনে নিয়েছি।’
পরিচালক তাজুল ইসলাম বিনোদন প্রতিবেদককে বলেন, ‘আমার অভিযোগের প্রেক্ষিতে পরিচালক সমিতির সিদ্ধান্ত দিয়েছে ৩০ মার্চের মধ্যে বাপ্পি সাইনিং মানির টাকা ফেরত দিবেন। আমি সিদ্ধান্ত মেনে নিয়েছি।’ বাপ্পির বদলে কাকে নিচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, ‘এখনো কাউকে ফাইনাল করিনি। কথা চলছে, ফাইনাল হলে জানাব।’
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন