বাবরি মসজিদের স্থানে ‘রাম মন্দির’ নির্মাণের ঘোষণা করেছে অখিল ভারতীয় হিন্দু মহাসভা
ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদের স্থানে আগামী ৮ নভেম্বর থেকে ‘রাম মন্দির’ নির্মাণ শুরু করা হবে বলে ঘোষণা করেছে অখিল ভারতীয় হিন্দু মহাসভা।
হিন্দু মহাসভার সভাপতি চন্দ্র প্রকাশ কৌশিক এবং জাতীয় মহাসচিব মুন্না কুমার শর্মার এক যৌথ বিজ্ঞতিতে বলা হয়েছে, ‘অখিল ভারতীয় হিন্দু মহাসভা অযোধ্যায় রামজন্মভুমিতে ৮ নভেম্বর থেকে রাম মন্দির নির্মাণ কাজ শুরু করে দেবে।’
মুন্না কুমার শর্মা বলেন, ‘হিন্দু মহাসভার নেতারা বেশ কয়েকবার মন্দির নির্মাণের জন্য সংসদে আইন তৈরি করার জন্য দাবি জানিয়েছেন। যদিও এ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়নি। এ রকম অবস্থায় মহাসভা নিজেদের পরিকল্পনা অনুযায়ী ৮ নভেম্বর থেকে মন্দির নির্মাণের কাজ শুরু করে দেবে।’
হিন্দু মহাসভার ওই নেতা বলেন, ‘সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভভাই প্যাটেল বিশেষ আইন তৈরি করে সোমনাথ মন্দির নির্মাণ করিয়েছিলেন। আমরা ওই ধরণের আইন তৈরি করে মন্দির নির্মাণের দাবি করে আসছি। যদিও এ পর্যন্ত এ নিয়ে কোনো পদক্ষেপ নেয়া হয়নি এবং বারবার এ সংক্রান্ত মামলা আদালতে বিচারাধীন আছে বলে বলা হচ্ছে।’
তিনি বলেন, ‘ওই সকল বিষয়ের কথা মাথায় রেখে অখিল ভারতীয় হিন্দু মহাসভা নেতারা আগামী ৮ নভেম্বর অযোধ্যায় রাম মন্দির নির্মাণ শুরু করবে।’
প্রসঙ্গত, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা প্রকাশ্য দিবালোকে ঐতিহাসিক বাবরী মসজিদ ধ্বংস করার পর সেখানে রাম মন্দির নির্মাণ করার প্রচেষ্টা চালাচ্ছে। যদিও নানা কারণে ওই স্থানটি বিতর্কিত হয়ে ওঠায় এ সংক্রান্ত মামলা এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন