বাবাকে বাঁচাতে গিয়ে ছেলে খুন
বগুড়া: জেলার গাবতলীতে প্রতিপক্ষের হাত থেকে বাবাকে বাঁচাতে গিয়ে দেশি অস্ত্রের আঘাতে দেলোয়ার হোসেন (২৮) নামে এক যুবক খুন হয়েছেন।
মঙ্গলবার (২৮ জুন) বিকেল সাড়ে তিনটার দিকে খুনের ঘটনা ঘটে। নিহত দেলোয়ার উপজেলার নারুয়ামালা ইউনিয়নের চক কাতুলী গ্রামের আব্দুল মিয়ার ছেলে। তিনি পেশায় মাইক্রেবাস চালক।
স্থানীয়রা জানান, একই গ্রামের আলম ও আব্দুল মিয়ার ছেলের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া হয়। এর জের ধরে বিকেল সাড়ে তিনটার দিকে উভয় পক্ষের লোকজন বিরোধে জড়িয়ে পড়ে।
এ সময় আলমের লোকজন আব্দুল মিয়াকে মারপিট শুরু করে। এ দৃশ্য দেখে ছেলে দেলোয়ার বাবাকে উদ্ধার করতে গেলে প্রতিপক্ষের লোকজন শুরপি (দেশীয় অস্ত্র) দিয়ে তার বুকে আঘাত করে।
পরে তাকে উদ্ধার করে গাবতলী উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
বগুড়ার ৩টি উপজেলায় নির্বাচন; ১৫৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ
রাত পোহালেই বগুড়ার তিন উপজেলা সারিয়াকান্দি, সোনাতলা ও গাবতলীতে ৬ষ্ঠবিস্তারিত পড়ুন
বিএনপি নেতাকর্মীরা বগুড়ায় আ.লীগ নেতার নির্বাচনী প্রচারণায়
বর্তমানে চলছে উপজেলা নির্বাচন। জাতীয় নির্বাচনের মত এই উপজেলা বির্নাচনেওবিস্তারিত পড়ুন
বিএনপি সভাপতি কারাগারে, শনিবার বগুড়ায় অর্ধ দিবস হরতাল
সরকারের বিভিন্ন সময়ে দায়ের করা মামলায় বগুড়া জেলা বিএনপি সভাপতিবিস্তারিত পড়ুন