বাবার কবরের ওপর প্রতিবন্ধী ছেলের ঝুলন্ত লাশ

মৌলভীবাজারের কমলগঞ্জে বাবার কবরের ওপরে ছেলে জামাল মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। জামাল কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মৃত আছকির মিয়ার ছেলে।
গতকাল সোমবার দুপুরে নিজ বাড়ি সংলগ্ন বাবার কবরের পাশে বট গাছের ঢালের সঙ্গে জামালের ঝুলন্ত লাশ দেখতে পান স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১০ সালে জামাল তার বাবাকে খুন করে সেই খুনের মামলায় জেলহাজতে ছিলেন। মৃত জামালের মামাত ভাই রাজু বলেন, গত মাসে জামাল জেল থেকে জামিনে মুক্তি লাভ করে। কিন্তু কী কারণে সে আত্মহত্যা করেছে তা বুঝতে পারছি না। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির পরিদর্শক নাসির উদ্দীন লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
মৌলভীবাজারের “গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ” নামের পাঁচ তারকাবিস্তারিত পড়ুন

সিলেট বিভাগের বন্যা ভয়ঙ্কর রুপ নিচ্ছে
গত কয়েকদিনের অবিরত হালকা ও ভারী বর্ষণ, পাহাড়ি এবং ভারতবিস্তারিত পড়ুন

মৌলভীবাজারে ২৯০ বস্তা ভারতীয় অবৈধ চিনি জব্দ
মৌলভীবাজারের কমলগঞ্জে চোরাইভাবে আসা ২৯০ বস্তা ভারতীয় চিনি জব্দ করাবিস্তারিত পড়ুন