শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

বাবার চিকিৎসায় মেডেল বিক্রি করেছেন ‘স্বর্ণকন্যা’ মাহফুজা

সাঁতারে আন্তর্জাতিক পর্যায়ে চারটি স্বর্ণ জিতেছেন বাংলাদেশে সাঁতারু মাহফুজা আক্তার শিলা। এর মধ্যে সম্প্রতি সাউথ এশিয়ান (এসএ) গেমসে সাঁতারে দুইটি সোনা জিতেছেন তিনি। কিন্তু বাবার চিকিৎসার জন্য স্বর্ণের দুটি মেডেল বিক্রি করে দিতে বাধ্য হয়েছেন ‘স্বর্ণকন্যা’ মাহফুজা।

বুধবার এই ‘স্বর্ণকণ্যা’কে নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ-টাইমস ।
ওই প্রতিবেদনে বলা হয়, যশোরের অভয়নগর উপজেলার দরিদ্র পরিবারের সন্তান মাহফুজা এ বছর সাউথ এশিয়ান গেমসে ১০০ মিটার এবং ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে সোনার মেডেল জেতেন। এর মধ্যে ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে ভেঙেছেন পুরনো রেকর্ড।

হৃদরোগে আক্রান্ত মাহফুজার বাবা আলী মোহাম্মদ গাজী বর্গাচাষ এবং গরুর দুধ বিক্রি করে চালাতেন সংসার। আলী মোহাম্মদ গালফ-টাইমস -কে বলেন, ‘এনজিও থেকে ঋণ নিয়ে গরু কিনে তার দুধ বিক্রি করে এবং অন্যের জমি চাষ করে সংসারের খরচ চালাতাম আমি। কিন্তু সংসার চালাতে গিয়ে হিমশিম খেতে হয়েছে’।

আলী বলেন, ‘আমার হৃদরোগের চিকিৎসা করানোর জন্য টাকা সংগ্রহ করতে ব্যর্থ হলে দুটি স্বর্ণের মেডেল বিক্রি করে দেয় মাহফুজা।’ মেয়ের মেডেল বিক্রির কথা বলার সময় চোখ দিয়ে পানি ঝরছিল তার।

মাহফুজার মা করিমুন্নেসা বলেন, ‘গরুর দুধ বিক্রি করে এবং এনজিও থেকে ঋণ নিয়ে মাহফুজার পড়াশুনা এবং খেলাধুলার খরচ মেটাতাম। আমার মেয়ে বিদেশে খেলে মেডেল জিতে দেশের জন্য সম্মান বয়ে নিয়ে এসেছে, কিন্তু আমাদের দুর্দশা কেউই বোঝেনি, কীভাবে আমাদের সংসার চলে এবং কীভাবে আমরা মাহফুজার খরচ বহন করি।’

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কমিউনিকেশন এন্ড জার্নালিজম বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স শেষ করেছেন মাহফুজা। পার্ট টাইমার হিসেবে কাজ করছেন বাংলাদেশ নৌবাহিনীতে।

সাঁতারে এ পর্যন্ত ৫২টি মেডেল জিতেছেন মাহফুজা যার মধ্যে আন্তর্জাতিক ইভেন্টে জিতেছেন চারটি স্বর্ণ।
তিন ভাইবোনসহ একটি টিনশেড বাড়িতে থাকেন মাহফুজা, যেখানে নেই বিদ্যুৎ সংযোগ।

মাহফুজার বড়বোন আফরোজা বেগম বলেন, ‘তৃতীয় শ্রেণীতে অধ্যয়নরত অবস্থায় জেলা পর্যায়ের সাঁতার প্রতিযোগিতায় প্রথম পুরস্কার জিতেন মাহফুজা। পরবর্তীতে আবদুল মান্নান নামের জেলার এক সাঁতারের শিক্ষক তাকে প্রশিক্ষণ দেন এবং জাতীয় পর্যায়ে খেলার জন্য তৈরি করেন’।

‘এরপর বিকেএসপিতে খেলার সময় লোকজনের সহায়তায় চলে মাহফুজার পড়াশুনার খরচ’, জানান আফরোজা।
মাহফুজার মা বলেন, ‘এখন আমি আশা করছি সরকার স্বর্ণ বালিকার পরিবারকে সহায়তার জন্য এগিয়ে আসবে’।

এই সংক্রান্ত আরো সংবাদ

সারজিস আলম: দেশের সিস্টেমগুলোতে ক্যান্সার ধরেছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেছেন, “দেশের সিস্টেমগুলোতে ক্যান্সারবিস্তারিত পড়ুন

জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন

বাংলাদেশকে ১ বিলিয়ন ডলার ঋণসহায়তা দেবে বিশ্বব্যাংক, শর্ত চার

চার শর্তে বাংলাদেশকে এক বিলিয়ন বা ১০০ কোটি মার্কিন ডলারবিস্তারিত পড়ুন

  • কেজরিওয়ালের পদত্যাগের পর কে হবেন দিল্লির মুখ্যমন্ত্রী? আলোচনায় আছেন যারা 
  • মহানবীর আদর্শে বৈষম্যহীন সমাজ ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন সম্ভব: ধর্ম উপদেষ্টা
  • নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে বৈঠক হতে পারে শেহবাজ শরিফের 
  • কাশিমপুর কারাগার থেকে পালানো যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • ট্রাম্পকে হত্যা করতে চায়, কে এই রায়ান রুথ?
  • ঢাবির শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে হাসনাত আবদুল্লাহর ১৪ দাবি
  • মঙ্গলবার রাজধানীতে বিএনপির গণসমাবেশ 
  • আর্থিকখাতে যুবকদের অন্তর্ভুক্তি: আন্তর্জাতিক পুরস্কার পেল বাংলাদেশ ব্যাংক
  • বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে সম্মিলিত প্রচেষ্টা জরুরি: স্থানীয় সরকার উপদেষ্টা
  • অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র
  • মাজারের শৃঙ্খলা রক্ষায় ডিসিদের ব্যবস্থা গ্রহণের নির্দেশ ধর্ম মন্ত্রণালয়ের
  • এক সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন হবে: চিফ প্রসিকিউটর