বাবার জন্মদিনে দেবাশীষের স্মৃতিচারণ
দেশের চলচ্চিত্রে উজ্জ্বল এক নক্ষত্রের নাম চলচ্চিত্রকার দিলীপ বিশ্বাস। তিনি সেলুলয়েডের কিংবদন্তিও। তার হাত ধরে বাংলা ছবি পেয়েছে দারুণ নান্দনিকতা। অনেকে শুধুমাত্র চিত্রপরিচালক হিসেবে জানলেও তিনি ছিলেন একাধারে পরিচালক, প্রযোজক, কাহিনিকার, অভিনেতা ও গায়ক।
আজ এই চলচ্চিত্র ব্যক্তিত্বের জন্মদিন। তিনি সবার মাঝে বেঁচে না থাকলেও চলচ্চিত্রের অমর এই কারিগরের সৃষ্টি ও তার আত্মার শান্তি কামনায় রইল গভীর শ্রদ্ধাঞ্জলি।
দিলীপ বিশ্বাসের জন্মদিনে তার পুত্র চলচ্চিত্র নির্মাতা দেবাশীষ বিশ্বাস স্মৃতিচারণ করে নিজের ফেসবুকে এক স্ট্যাটাস দেন। পিতার প্রতি সম্মান প্রদর্শন করে `শ্বশুরবাড়ি জিন্দাবাদ` ছবির এই নির্মাতা লিখেছেন, `তোমার জন্ম না হলে বাংলাদেশী চলচ্চিত্র একজন সেরা বাণিজ্যিক চলচ্চিত্রকারকে পেতো না! তোমার জন্ম না হলে বাংলাদেশে প্যারোডি গানের জন্ম হতো না! তোমার জন্ম না হলে নব্বই দশকে ধুকতে থাকা কলকাতা`র সিনেমা ইন্ডাস্ট্রি আবার জেগে উঠতো না! তোমার জন্ম না হলে আমি পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষককে পেতাম না! তোমার জন্ম না হলে আমি পৃথিবীর সেরা বাবাকে পেতাম না! শুভ জন্মদিন বাবা।`
দিলীপ বিশ্বাসের জন্ম ১৯৪৬ সালে পিরোজপুরের চাঁদকাঠি গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে মাস্টার্স করেছিলেন। তিনি তার মেধা দিয়ে দুই-বাংলার চলচ্চিত্রে যোগ করেন নতুন এক জোয়ার। একে একে নির্মাণ করেছিলেন ‘মায়ের মর্যাদা’, ‘আমার মা’, ‘বন্ধু’, ‘অকৃতজ্ঞ’, ‘অপমান’, ‘দাবী’, ‘জিঞ্জির’, ‘সমাধী’, ‘অজান্তে’, ‘অংশীদার’, ‘অনুরোধ’, ‘অপমান’, ‘আমাদের সংসার’ ছাড়াও অসংখ্য সুপার ডুপার হিট ব্যবসা সফল ছবি।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন