শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বাবার লাশ নিতে ২১টি ডেবিট কার্ড!

কিডনির সমস্যায় ভুগে পরিণত বয়েসেই মারা গিয়েছিলেন ভারতের পশ্চিমবঙ্গের হাওড়ার রাজচন্দ্রপুরের বাসিন্দা অসিতবরণ পোদ্দার। কিন্তু মরে তিনি তাঁর সন্তানদের কত বড় ঝামেলায় ফেলে দেবেন তা বোধহয় মরার আগে ভাবতে পারেননি তিনি।

ভারতের সংবাদমাধ্যম ওয়ান ইন্ডিয়া জানায়, কলকাতার একটি বেসরকারি ক্লিনিকে গত ২৬ নভেম্বর শনিবার মারা যান অসিতবরণ। এর আগে তিনি ১৭ দিন ওই হাসপাতালটিতে ছিলেন। হাসপাতালে ভর্তির পর তাঁর চিকিৎসার খরচ চালিয়ে আসছিল পরিবারের সদস্যরা।

অসিতবরণের মৃত্যুর পর হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর চিকিৎসাবাবদ ছয় লাখ ১৫ হাজার রুপি পাওনা দেখায়। কিন্তু ভারতে নগদ অর্থের সংকটের এই সময়ে ওই অর্থ পরিশোধ করতে পারেননি তাঁর স্বজনরা। প্রতিশ্রুতি দেন যে পরে অর্থ পরিশোধ করবেন তাঁরা। এমনকি ব্যাংকের ‘ফিক্সড ডিপোজিটের’ কপি বন্ধক রেখে তাঁরা মৃতদেহ নিতে চেয়েছিলেন। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ কিছুতেই মৃতদেহ দিতে রাজি হয়নি।

হাসপাতাল কর্তৃপক্ষ ওই সময় রোগীর স্বজনদের প্রশ্ন করে, আগে থেকে কেন টাকা জোগাড় করে রাখেননি তাঁরা? সংবাদমাধ্যমের কাছে রোগীর স্বজনরা জানান, তাঁদের বাবা সুস্থ হয়ে যাবেন বলেই আশ্বাস দিয়েছিল চিকিৎসকরা। কিন্তু এত টাকা খরচ করে শেষমেশ মৃত বাবাকে নিয়ে বাড়ি ফেরা লাগল।

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি ছিল, মৃতদেহ একবার বের করা হয়ে গেলে স্বজনরা আর টাকা দেয় না। পরে স্বজনদের কাকুতি মিনতিতে হাসপাতাল কর্তৃপক্ষ ডেবিট কার্ডে টাকা নিতে রাজি হয়। ওইদিন রাতেই অসিতরবরণ পোদ্দারের ছেলে জয়ন্ত পোদ্দার ও সুমিত পোদ্দার ডেবিডকার্ডধারী তাঁর সহকর্মী ও বন্ধুদের সাহায্য নেন। রাত ১টা পর্যন্ত ২১টি কার্ড জোগাড় হয়।

কিন্তু অর্থ নিয়ে কড়াকড়ির এই সময়ে ডেবিট কার্ডেও টাকা তোলার পরিমাণ সর্বোচ্চ দুই হাজার ৫০০ রুপি! তাই এই সংখ্যক কার্ডেও রুপির সংস্থান হয়নি।

এদিকে সুমিত পোদ্দারের এক বন্ধু পশ্চিমবঙ্গ রাজ্যের ‘ভোক্তা সুরক্ষা দপ্তরে’ যোগাযোগ করেন। পরে ওইদিন রাতেই ওই দপ্তরের লোকেরা স্থানীয় ফাঁড়ি থেকে পুলিশ নিয়ে আসে। শেষ পর্যন্ত ২১টি ডেবিট কার্ড ও নগদ অর্থ মিলিয়ে তিন লাখ ৮০ হাজার রুপি রেখে বাবার মরদেহ নিয়ে হাসপাতাল থেকে বের হন অসিতবরণের ছেলেরা।

এই সংক্রান্ত আরো সংবাদ

পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা

পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন

এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?

এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন

৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন

১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • লজ্জায় লাল হয়ে যায় পাখিও
  • দুই হাতের হৃদয়রেখা মিলে গেলে কি হয় জানেন?
  • ৩২১ থেকে ওজন কমিয়ে ৮৫!
  • রং নম্বরে প্রেম, বাধা হয়ে দাঁড়ায়নি ঝলসে যাওয়া মুখ
  • পানিতে ভেসে উঠলো অলৌকিক হাত!
  • ১৫ বছরে একবার ফোটে ‘মৃত্যুর ফুল’
  • চা বিক্রেতা এখন ৩৯৯ কোটি টাকার মালিক
  • একটি মাছের বিষে মারা যেতে পারে ৩০ জন
  • মোবাইল কিনতে ছয় সপ্তাহের শিশুকে বিক্রি
  • পরকীয়ায় জড়াচ্ছে নারীরা প্রধান যে তিনটি কারণ নেপথ্যে
  • ২৪০০ কেজি খিচুড়ি রান্না হয় যেখানে দৈনিক !
  • পরীক্ষায় ফেল করলেই বিবাহ বিচ্ছেদ