বামন স্বামীই বিছানায় সেরা, দাবি স্ত্রীর

স্ত্রী সিন তাঁর থেকে উচ্চতায় অনেকটাই লম্বা। যদিও হুইলচেয়ারে বসা মিন্ডির জায়গায় অন্য কাউকে জীবনসঙ্গী হিসেবে কল্পনাও করতে পারেন না সিন।
বামন স্বামীই বিছানায় সেরা, দাবি স্ত্রীর। শরীরের উচ্চতা দিয়ে কি আর ভালবাসার বিচার হয়? হয় না নিশ্চয়ই। হলে তো আমেরিকার অ্যারিজোনা শহরের বাসিন্দা সিন স্টিফেনসন তাঁর ২ ফুট ৮ ইঞ্চির স্বামীকে নিয়ে এত সুখী হতেন না। শুধু মানসিক শান্তি না, তাঁর বামন স্বামীর মতো অন্য কেউ তাঁকে শারীরিক দিক থেকে এতটা তৃপ্তি দিতে পারতেন বলে মনে করেন না সিন।
সিনের স্বামী মিন্ডি নিস শারীরিকভাবে প্রতিবন্ধী। উচ্চতা মাত্র ২ ফুট ৮ ইঞ্চি। স্ত্রী সিন তাঁর থেকে উচ্চতায় অনেকটাই লম্বা। যদিও হুইলচেয়ারে বসা মিন্ডির জায়গায় অন্য কাউকে জীবনসঙ্গী হিসেবে কল্পনাও করতে পারেন না সিন। ভালবাসা বোধহয় একেই বলে!
২০০৯-এ পরিচয়ের পরে ২০১২-তে বিয়ে করেন সিন এবং মিন্ডি। অনেকেই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করে বলেন, বিছানায় স্ত্রী সিনাকে একেবারেই তৃপ্তি দিতে পারেন না স্বামী মিন্ডি। অনেকে আবার দাবি করেন, স্বামীর অর্থ এবং সম্পত্তির লোভেই তাঁর সঙ্গে আছেন স্ত্রী সিনা।
যদিও এসব কটাক্ষ, সমালোচনাকে পাত্তা না দিয়ে স্বামী মিন্ডিকে ফুলমার্কস দিচ্ছেন তাঁর স্ত্রী। তাঁর দাবি, বেডরুমের লাইট নিভলেই নাকি বিছানায় মিন্ডির জুড়ি মেলা ভার!
এই সংক্রান্ত আরো সংবাদ

পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন

এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন

৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন