বাল্য বিবাহের হাত থেকে শেষ রক্ষা পেল না স্কুল ছাত্রী সামিরা
অনুপ সিংহ, সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধিঃ নোয়াখালীর সোনাইমুড়ীতে বাল্য বিবাহ থেকে শেষ রক্ষা পেল না স্কুল ছাত্রী সামিরা চৌধরী (১৫)। জানা যায়, উপজেলা আমিশাপাড়া ইউপির মেড়িপাড়া বিহিরগাঁও গ্রামের মোঃ নুরুল ইসলামের কন্যা আমিশাপাড়া কৃষক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সামিরা চৌধরী পড়ালেখা করে আসছিল।
ইতি পূর্বে পার্শ্ববর্তী আমিন বাজার ঈদ গাঁও সংলগ্ন ব্যাপারী বাড়ী ছেরাজুল হকের ছেলে মোঃ রাকিব (৪০) সাথে ২৪ ও ২৫ ফেব্রুয়ারি বিবাহ দিন ধার্য্য করে উভয় পরিবারের অভিভাবক গন। বাল্য বিবাহ হচ্ছে এই অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিউল ফয়সালের নির্দেশে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুন নাহার ও আমিশাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন ভূইয়া ঘটনাস্থলে গিয়ে বিবাহ বন্ধ করে দিয়ে মুসলেকা নিলে অভিভাবক গন হট্রগোল করে।পরে রবিবার সকালে গোপনে উভয় পরিবারের অভিভাবক গন বিবাহ দেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোনাইমুড়ী উপজেলা ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত। এখানে দীর্ঘদিন ধরে বাল্য বিবাহের প্রবণতা বৃদ্ধি পেয়েছে।
অভিভাবক গন জাতীয় পরিচয় পত্র ও জন্ম নিবন্ধন সনদ কম্পিউটারে বয়স বাড়িয়ে তৈরী করে ১২ বছরের কন্যা শিশুকেও বিবাহ দিচ্ছেন।আইন প্রয়োগকারী সংস্থা ও উপজেলা প্রশাসন খবর পেয়ে ২/১টি বাল্য বিবাহ রোধ করলেও পরে তারা এই উপজেলা থেকে অন্য উপজেলায় গিয়ে জাল জন্ম সনদ দিয়ে বিবাহ দিচ্ছেন। এই উপজেলার বিবাহ রেজিষ্ট্রাররা জন্ম সনদ যাচাই বাচাই না করে কাবিনের ফি থেকে ৩গুন টাকা বেশি নিয়ে বিবাহ রেজিষ্ট্রি করছে। উপজেলা পরিষদের প্রতি মাসে সমন্বয় সভায় বাল্য বিবাহ রোধের জন্য কথা উঠলেও তা কাগজে কলমে সীমাবদ্ধ। এই বিষয়ে এলাকার সচেতন মহল অভিযোগ করে জানান, আইন প্রয়োগকারী সংস্থা আরো গতিশীল হলে বাল্য বিবাহ থেকে রক্ষা পাবে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুন নাহার জানান, ইতি মধ্যে কয়েকটি বাল্য বিবাহ বন্ধ করেছি। তবে এখানে বাল্য বিবাহের প্রবণতা বেশি। বাল্য বিবাহের কূফল সম্পর্কে জনগণকে অবহিত করতে হবে ।
এই সংক্রান্ত আরো সংবাদ
কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন
চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট
প্রায় সাড়ে চার বছর পর আগামী ২৯ জুলাই থেকে চালুবিস্তারিত পড়ুন
রায়পুরায় বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
‘আওয়ামী লীগ দেশের উন্নয়নের জন্য কাজ করে, ঘরের ছেলে ঘরেবিস্তারিত পড়ুন