বাসর রাতে গোপনে কি হয়? ফাঁস হলো নববধুর দেওয়া পাঁচটি অজানা তথ্য
তেমন দূর আর নয়। যে সময়ে দিল্লি পৌঁছনো যায় কলকাতা থেকে, তার কাছাকাছি সময়েই পৌঁছনো যাবে লন্ডন। এমন ভরসাই দিচ্ছেন বিমান-ডিজাইনার হুয়ান গার্থিয়া মানসিল্লা। তিনি সম্প্রতি এমন এক উড়োজাহাজের নকশা পেশ করেছেন, যা দু’ঘণ্টায় পাড়ি দিতে পারবে নিউ ইয়র্ক থেকে লন্ডন। এই দূরত্ব ৩৪৫৯ মাইল। এই হিসেব যদি কলকাতা আর লন্ডনের মধ্যে কষা যায়, তাহলে ৪৯৪৪ মাইল পাড়ি দিতে আর কতক্ষণ লাগতে পারে? বড় জোর তিন ঘণ্টা।
এই বিমান আসলে এক হাইপারজেট, যা ‘আকাশ’ দিয়ে চলে বললে কার্যত ভুল হবে। এই বিমান প্রকৃতপক্ষে মহাকাশ ছুঁয়ে চলাফেরা করতে পারে। ফলে এর যাত্রীরা ফাউ হিসেবে পাবেন মহাকাশের দৃশ্য। পৃথিবীর কক্ষপথ ছুঁয়ে চলা এই বিমান থেকে দেখা যেতেই পারে গ্রহ-তারা-উল্কা-গ্রহাণুর দল।
মানসিল্লার নকশায় দেখা গিয়েছে, যানের ভিতরে যাত্রীরা একটি বিরাট থিয়েটারের মতো কেবিনে বসবেন। তাঁদর লটবহর থকবে পিছনের একটি কক্ষে। মহাকাশে পা দিয়ে যাত্রীরা খুব সামান্য সময়ের জন্য হলেও ভরশূন্যতার অভিজ্ঞতা প্রাপ্ত হবেন। মানসেল্লা তাঁর নকশা করা সম্ভাব্য বিমানের নাম রেখেছেন ‘দ্য প্যারাডক্সাল’।
এই বিমান চালিত হবে একটি রোটারি র্যামজেট ইঞ্জিনের দ্বারা, যা এক বিশেষ উচ্চতায় পৌঁছে একটি রকেটে পরিণত হবে। রোটারি র্যামজেট ইঞ্জিন তাকে ৬০,০০০ ফিট উচ্চতা পর্যন্ত নিয়ে যাবে। তার পরেই এর ইঞ্জিনে তরল অক্সিজেন ভরে দেওয়া হবে। তখন থেকেই এই বিমান সুপারসনিক গতিবেগ প্রাপ্ত হবে।
এই বিমানে ভ্রমণ স্পেস ট্রাভেল আর বিজনেস ফ্লাইটকে পরিবেশন করবে বলে জানিয়েছেন মানসেল্লা।
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন