বাসের চাপায় প্রাণ গেল মা-মেয়ে-পথচারীর

চট্টগ্রামের লোহাগাড়া থানা এলাকায় বনভোজনের উদ্দেশে কক্সবাজারগামী একটি বাসের চাপায় তিনজন নিহত হয়েছেন।
আজ বুধবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন সুমিতা রানী (২৮), তাঁর মেয়ে শিমু রানী (৬) ও পথচারী আরাফা বেগম (৫০)।
দুর্ঘটনায় আহত হয়েছেন বাসের পাঁচ যাত্রী। তাঁদের উদ্ধার করে স্থানীয় একাধিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে চাঁদপুর থেকে কক্সবাজার যাচ্ছিল এশিয়া লাইনের বাসটি। পথে লোহাগাড়া থানার সামনে বিপরীত দিক থেকে আসা একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারায়। পরে বাসটি একটি রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশায় থাকা মে-মেয়ে এবং রিকশার পাশে থাকা পথচারী নারী নিহত হন।
স্থানীয় সাংবাদিক শহীদুল ইসলাম বাবর জানান, চাঁদপুর থেকে কক্সবাজারগামী ম্যাব নামে একটি পোশাক কারখানার কর্মীদের বহনকারী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রিকশাকে চাপা দেয়। এতে কয়েকজন হতাহত হন।
এ বিষয়ে জানতে চাইলে পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমল চন্দ্র বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন হতাহত ব্যক্তিদের উদ্ধার করে।
এই সংক্রান্ত আরো সংবাদ

কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন

চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট
প্রায় সাড়ে চার বছর পর আগামী ২৯ জুলাই থেকে চালুবিস্তারিত পড়ুন

রায়পুরায় বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
‘আওয়ামী লীগ দেশের উন্নয়নের জন্য কাজ করে, ঘরের ছেলে ঘরেবিস্তারিত পড়ুন