‘বাহুবলী’ ৩য়ের গুজব ওড়ালেন খোদ পরিচালক
ইতিমধ্যেই ছবির গায়ে সেঁটেছে ‘ভারতীয় হারকিউলিস’ জাতীয় হ্যাসট্যাগ৷ কিন্তু এই ছবিই এবার গুজবের শিকার৷ যদিও নিন্দুকের মুখে ছাই দিয়ে সমস্ত গুজব উড়িয়ে দিয়েছেন স্বয়ং পরিচালক৷
এখনও পর্যন্ত দেশের সবচেয়ে বিগবাজেটের সিনেমার তালিকায় শীর্ষস্থান করে নিয়েছে এই ছবি৷ বক্স অফিসের রেকর্ড ভেঙ্গে সেরা লাভজনক সিনেমা হয় ‘বাহুবলী’৷ টানা তিন বছর শ্যুটিং চলার পর চলতি বছর ১০ই জুলাই রিলিজ করে এসএস রাজা মৌলির বাহুবলি৷তামিল, তেলেগু, মালায়লাম ও হিন্দির মতো চারটি ভাষায় রিলিজ করে বাহুবলী র প্রথম অংশ ‘বাহুবলী-দ্য বিগিনিং’৷ প্রথম অংশেই দেখান হয়েছিল ছবির শেষ অংশ অর্থাৎ ‘বাহুবলী দ্য কনক্লুশন’ ২০১৬ সালের মুক্তি পাবে৷
সেই মতই প্রথম ইনিংসের পর, এসএস রাজা মৌলি বাহুবলীর দ্বিতীয় ইনিংস ‘বাহুবলী-দ্য কনক্লুসন’ এর শ্যুটিং শুরু করেন৷ কিন্তু হঠাৎই গুজব ছড়াতে শুরু করে৷ জানা যায়, এসএস রাজা মৌলি বাহুবলির তৃতীয় পার্ট তৈরির চিন্তা করছেন৷যার নাম ‘বাহুবলী- দ্য ট্রুথ’৷
বাহুবলী – দ্য ট্রুথ ২০১৭ মুক্তি পাবে বলে গুজব ছড়ায়৷ তারপরেই ২০১৯ সালে বাহুবলী – দ্য কনক্লুশন মুক্তি হবে এমনটাই জানান হয়৷ যদিও পরিচালক এস.এস রাজামৌলী এই খবর একেবারেই ভিত্তিহীন বলে জানিয়েছেন৷ তিনি ট্যুইট করে জানিয়েছেন, বাহুবলী ৩ নিয়ে অনেক গুজব ছড়িয়েছে৷ কিন্তু বাহুবলী আপাতত দুটি ভাগেই রয়েছে৷ তাই গুজবে কান দেবেন না৷ যদিও বাহুবলী নিয়ে পরবর্তীতে কোনও সিরিজ হলে তাও সময় মতই সকলকে জানান হবে৷
এই সংক্রান্ত আরো সংবাদ

এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
রাজধানী ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যাচেষ্টারবিস্তারিত পড়ুন

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন