বাড়ি ডেকে এনে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
মাদকাসক্ত স্বামী মো. রুবেলের সঙ্গে থাকতে চাইতেন না স্ত্রী মুন্নি। গতকাল শুক্রবার বাবার বাড়ি থেকে মুন্নিকে ডেকে আনেন রুবেল। পরে মুন্নির স্বজনরা রাজধানীর উত্তরখান এলাকার একটি হাসপাতালে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
ঘটনার পর থেকেই রুবেল পলাতক। রাজধানীর উত্তরখান থানার কাচপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মুন্নি আক্তার গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাসিন্দা।
উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সিরাজুল হক জানান, নিহত মুন্নির সঙ্গে প্রায় দেড় বছর আগে রুবেলের বিয়ে হয়। কিন্তু রুবেল যে একজন মাদকাসক্ত ছেলে ছিল এটা মুন্নির পরিবার জানত না। বিয়ের কিছু দিন পর থেকেই রুবেল নেশার টাকা না পেলে মুন্নিকে মারধর করত। সংসার টিকিয়ে রাখার জন্য মুন্নি সব সহ্য করে। কিন্তু গত ১৭ অক্টোবর আবার এই অবস্থার সৃষ্টি হলে তিনি রাগ করে বাবার বাড়িতে চলে যান।
মুন্নির পরিবারের বরাত দিয়ে ওসি আরো জানান, গতকাল শুক্রবার সন্ধ্যায় রুবেল মুন্নিকে ফোন করে আবার তাঁর বাড়িতে নিয়ে আসেন। এরপর রাত ৮টার পর রুবেল মুন্নির বাবাকে ফোন করে বলেন যে তাঁর মেয়ে অনেক অসুস্থ। তাঁকে উত্তরখান এলাকার কেসি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিক তাঁরা সেই হাসপাতালে গিয়ে দেখেন, মুন্নি মারা গেছেন।
এরপর মুন্নির স্বজনরা পুলিশকে জানায়। পুলিশ হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।
ওসি সিরাজুল হক জানান, মুন্নিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হয়তো নেশার টাকার জন্যই শ্বাসরোধে মুন্নিকে হত্যা করেছেন তাঁর স্বামী। এই বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
এই সংক্রান্ত আরো সংবাদ
রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ছাত্রলীগ, শিক্ষার্থী, মহিলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন