বাড়ি থেকে ডেকে নিয়ে এনজিওকর্মী খুন

রংপুর সিটি করপোরেশনের বুরাইল এলাকা থেকে রায়হান নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রায়হান একটি বেসরকারি সংস্থার (এনজিও) মাঠকর্মী ছিলেন।
আজ রোববার সকালে বুরাইল সিঙ্গাইর এলাকার ধানক্ষেতে লাশটি পাওয়া যায়। রায়হানের বাড়ি রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের উমর গ্রামে। তিনি বেসরকারি সংস্থা সিঁড়ির মাঠকর্মী ছিলেন।
নিহত ব্যক্তির মামাতো ভাই ময়নুল কবীর জানান, গতকাল শনিবার রাত ৯টার দিকে মোবাইল ফোনে কে বা কারা বাড়ি থেকে ডেকে নেয় রায়হানকে। এর পর সারা রাত তাঁর খবর পায়নি পরিবার। আজ সকালে বুরাইল সিঙ্গাইর এলাকার একটি ধানক্ষেতে রায়হানের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম জানান, রায়হানকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রংপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি) আতাউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, নিহতের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, এ হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্তমান ওবিস্তারিত পড়ুন

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন