বাড়ি পৌঁছল রানার লাশ : কেন আসল জানে না পরিবার

সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছে এরপর লাশ হয়ে বাড়ি পৌঁছল বগুড়ার নন্দীগ্রামের রানা সরকার। জানা যায়, গতকাল সোমবার বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রিধইল গ্রামের আব্দুল হামিদের পুত্র রানা সরকারের লাশ ঢাকা বিমানবন্দর থানা এলাকায় রেললাইনের পাশের একটি পুকুর থেকে উদ্ধার করে পুলিশ। পানিতে ডুবে থাকার কারণে চেহারা চেনা না গেলেও পাসপোর্ট দেখে তার পরিচয় পাওয়া যায়। তিনি গত ২৯ অক্টোবর টাইগার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সন্ধ্যায় দেশে ফেরেন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে সে গত তিন বছর আগে সিঙ্গাপুরে যায়। মেয়াদ শেষ হলে দু’বছর পর দেশে ফিরে আসে। ছয়মাসের মাথায় নতুন চুক্তিতে পুনরায় সিঙ্গাপুর যায়। সেখানে থাকার পর ৬ মাসের মাথায় আবার কি কারণে দেশে ফিরলো এবিষয়ে কিছু বলতে পারছে না তার পরিবার। সোমবার রাত নয়টায় তার লাশ বাড়িতে পৌঁছলে কান্নার রোল পড়ে যায়। একই সাথে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ ব্যাপারে ঢাকা বিমানবন্দর থানার ওসি কামাল উদ্দিন জানান, লাশের ময়নাতদন্ত শেষে পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে। এবিষয়ে বিমানবন্দর থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
আমাদের কন্ঠস্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যারবিস্তারিত পড়ুন

ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
রাজধানী ঢাকায় এক দিনে চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন

রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন