বায়োমেট্রিক সিম নিবন্ধনে অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ হবে: স্পিকার

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের ফলে মোবাইল ফোনের মাধ্যমে সংঘঠিত অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
সোমবার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় আয়োজিত বায়োমেট্রিক পদ্ধতিতে সিম/রিম পুন:নিবন্ধন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এ কথা বলেন স্পিকার।
তিনি বলেন, বায়োমেট্রিক সিম নিবন্ধনের ফলে মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে সংঘঠিত অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ হবে। এর ফলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধিত হবে এবং জননিরাপত্তা নিশ্চিত হবে।
শিরিন শারমিন চৌধুরী বলেন, সারাদেশে ব্যবহৃত প্রায় ১৩ কোটি সিমের পুন:নিবন্ধন একটি বড় ধরনের কর্মকাণ্ড। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের একার পক্ষে এ বিশাল কর্মকাণ্ড বাস্তবায়ন করা সম্ভব হবে না। একটি আন্দোলনের মাধ্যমে এ কর্মকাণ্ডে সারাদেশের জনগনকে সম্পৃক্ত করতে হবে।
তিনি বলেন, জনকল্যাণ ও জননিরাপত্তা বিধানের জন্য এ কর্মসূচি নেয়া হয়েছে। ঐতিহ্যগতভাবে বাংলাদেশের জনগণ যে কোনো জনকল্যাণমূলক কর্মকান্ডে স্বত:স্ফুর্তভাবে অংশগ্রহণ করে থাকে।
স্পিকার বলেন, বায়োমেট্রিক সিম রেজিষ্ট্রেশনের এই অভিনব উদ্যোগের সাথে জাতীয় সংসদ সচিবালয়কে সম্পৃক্ত করানোয় তা সংসদ সদস্যদের মাধ্যমে সহসাই সারাদেশে ছড়িয়ে পড়বে। তিনি প্রত্যেক সংসদ সদস্যকে নিজ নিজ এলাকায় বিশেষ কর্মসূচি গ্রহণ করে এ কার্যক্রমকে সফল করার আহবান জানান। তিনি বলেন, এর ফলে প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নের সফল বাস্তবায়ন হবে।
বিশেষ অতিথির বক্তৃতায় ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়া বলেন, মোবাইল ফোনের অপব্যবহার রোধে এ কর্মসূচি বিশেষ ভূমিকা রাখবে। তিনি একটি সমন্বিত প্রচার ও উদ্বুদ্ধকরণ কর্মসূচির মাধ্যমে এ কর্মকাণ্ড সফল করার আহবান জানান।
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বক্তৃতা করেন। এতে জাতীয় সংসদের হুইপ মোছা. মাহবুব আরা গিনি এমপি, সংসদ সদস্যবৃন্দ, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব মো. ফয়েজুর রহমান এবং সংসদ সচিব মো. আবদুর রব হাওলাদার উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন