বিএনপির কপালে আরও দুঃখ আছে

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, বিএনপি বলছে তারা লাইন বদলাইছে, কিন্তু খালেদা-তারেকের নেতৃত্বে চললে দলটির কপালে আরও দুঃখ আছে। কখনও লাইন খুঁজে পাবে না।
আজ সোমবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় সুরঞ্জিত এসব কথা বলেন। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আওয়ামী লীগ এই জনসভার আয়োজন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আওয়ামী লীগের শীর্ষ নেতারা বক্তব্য দেন।
সুরঞ্জিত বলেন, সেদিন জনসভায় খালেদা জিয়া অভিযোগ করেছেন, দেশে নাকি রাজতন্ত্র চলছে। দেশে রাজতন্ত্র চললে তিনি এক ঘণ্টা বক্তৃতা দিতে পারতেন না, শত শত মানুষ মেরে একবারও জেলে না গিয়ে থাকতে পারতেন না। এটা পেরেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আছেন বলেই।
মির্জা ফখরুলের দিকে ইঙ্গিত করে সুরঞ্জিত বলেন, আপনার সেক্রেটারি ছাগলের তিন নম্বর বাচ্চার মতো লাফাইতে লাফাইতে বলে, ফ্যাসিবাদ ফ্যাসিবাদ। ফ্যাসিবাদ কী সেটা কি তিনি জানেন। ফ্যাসিবাদ চললে কয়েকদিন পরপর জেলে গিয়ে আর বেরিয়ে আসতে পারতো না।
সুরঞ্জিত বলেন, বিএনপি জোটে এখন ভাঙন ধরেছে, কিছুদিনের মধ্যে তাদের দলেও ভাঙন সৃষ্টি হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন