নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন
বিএনপির কর্মীদের ভয়ভীতির অভিযোগ সাখাওয়াতের
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বিএনপির কর্মীদের পুলিশ রাস্তায় বের হতে বাধা ও বিভিন্ন ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার সকালে নগরীর আমলাপাড়া আইডিয়াল স্কুলে অভিভাবকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে এ কথা বলেন তিনি। এ সময় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামালসহ অন্যান্য নেতাকর্মী তাঁর সঙ্গে ছিলেন।
আলাপকালে সাখাওয়াত হোসেন অভিযোগ করেন, প্রশাসনের লোকরা তাঁর দলের কর্মীদের মামলা ও গ্রেপ্তারের ভয় দেখাচ্ছে। তিনি বলেন, ‘সরকারি দলের বাধার সম্মুখীন হচ্ছি। আপনারা জানেন যে, আমাদের অনেক নেতৃবৃন্দকে সরকারের বাধার সম্মুখীন হতে হচ্ছে। প্রশাসন থেকে আমাদের কর্মীদের প্রতি বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। এবং আমাদের কর্মীদের কাউকে কাউকে গ্রেপ্তারের হুমকি দেওয়া হচ্ছে। এই বিষয়গুলোতে আমরা মনে করি যে প্রশাসন নিরপেক্ষ থাকবে এবং ২২ তারিখ পর্যন্ত নির্বাচনী যে আমেজটা আছে, সে আমেজটা ধরে রাখবে।’
অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন আরো বলেন, ‘আপনারা জানেন যে খুব সামনেই নির্বাচন। এই নির্বাচনকে যাতে প্রতিযোগিতামূলক করতে পারি, সেই আশা নিয়েই আজ সারা দিনই আমার কর্মসূচি আছে। আজকে আমার কর্মসূচির মধ্যে আমার বিভিন্ন অঙ্গসংগঠনের নানা পর্যায়ের নেতাদের সভা ডাকা হয়েছে। যেমন ১০টার সময় আমাদের শ্রমিক দল, নারায়ণগঞ্জ মহানগর এবং জেলা পর্যায়ের অঙ্গসংগঠনগুলোর সভা আহ্বান করা হয়েছে। সেখানে আমরা যাব, তাদের সঙ্গে কীভাবে নির্বাচনে আমরা মানুষকে উদ্বুদ্ধ করতে পারি, সে ব্যাপারে শ্রমিক দলকে দায়িত্ব দেওয়া হবে। শ্রমিক দলকে তাদের কর্মপন্থা বুঝিয়ে দেওয়া হবে।’
দিনের কর্মসূচির বর্ণনা দিয়ে অ্যাডভোকেট সাখাওয়াত বলেন, ‘দুপুরে আমরা আরেকটি স্কুলে ইসলামী ঐক্যজোটের যে নেতৃবৃন্দ আছে, তাঁদের সঙ্গে সাক্ষাৎ, ২০ দলীয় ঐক্যজোটের নেতৃবৃন্দের সঙ্গে কথাবার্তা—যে তাঁরা কীভাবে আমাদের সাহায্য-সহযোগিতা করতে পারেন, সে বিষয়ে। এরপর আসরের সময় আমাদের একটা উঠান বৈঠক আছে। সেখানে আমরা উঠান বৈঠক করব। তারপর মাগরিবের সময় ওই জিএন রোড মসজিদে আমরা আমাদের কর্মসূচি পালন করব। সেখানেও অমাদের একটা উঠান বৈঠক আছে, সে বৈঠকেও আমরা থাকব।’
এদিকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী টেলিফোনে জানিয়েছেন, আজ সকালে তাঁর কোনো কর্মসূচি নেই। বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ৮ নম্বর ওয়ার্ডে ২ নম্বর ঢাকেশ্বরী বাসস্ট্যান্ডে মুক্তিযোদ্ধা সংসদে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন
নারায়ণগঞ্জে জেএমবির দুই সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অপতৎপরতা ও সহিংস ঘটনা সৃষ্টির সময়ে গ্রেফতার নিষিদ্ধবিস্তারিত পড়ুন
আড়াইহাজারে চেয়ারম্যান প্রার্থী শাহজালালের ভোট বর্জন
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে অনিয়ম, জাল ভোট, কেন্দ্রে এজেন্টবিস্তারিত পড়ুন