বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

”বিএনপির কার্যালয় দখলের চেষ্টা”

‘আসল বিএনপি’ নামের একটি সংগঠনের নেতাকর্মীদের বারবার বিএনপির কার্যালয় দখলের চেষ্টাকে সরকারের ‘হীন অপকৌশল এবং অপকর্ম’ হিসেবে অভিহিত করেছে বিএনপি।

ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ‘এই ধরনের কাজ’ থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বানও জানিয়েছে দলটি।

রোববার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

এর আগে বিকেলে পৌনে ৪টার দিকে ‘আসল বিএনপি’র নেতা কামরুল হাসানের শতাধিক সমর্থক বিএনপির কেন্দ্রীয় কার্যালয় দখল করতে এসে নেতা-কর্মীদের প্রতিরোধের মুখে ফিরে যায়। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। নয়াপল্টনের রাস্তায় এ সময় একটি গাড়িতে অঙ্গিসংযোগ করা হয়।

প্রসঙ্গত, গত ২ জানুুয়ারিও বিএনপির কেন্দ্রীয় কার্যালয় দখল করতে এসে নেতা-কর্মীদের প্রতিরোধে ‘আসল বিএনপি’ কর্মীরা পিছু হটে চলে যায়।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘সরকার যেহেতু গণবিচ্ছিন্ন হয়ে গেছে সেজন্য বিভিন্ন ধরনের অন্যায়-অবিচারের পথ বেছে নিয়েছে। একদিকে বিএনপির নেতাকর্মীদের জুলুম-নির্যাতন করে ব্যতিব্যস্ত রাখছে, অন্যদিকে বিভিন্ন উপায়ে সাংগঠনিক কাজে বাধা দেওয়ার নাটক-ষড়যন্ত্র করা হচ্ছে।’

সরকারকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, ‘টোকাইদের ধরে নিয়ে এসে আরেকটি বিএনপি গঠনের চেষ্টা সফল হবে না। এ ধরনের ছেচড়া চেষ্টা মানুষ বিশ্বাস করবে না। এর আগে অনেকবার চেষ্টা করেছেন সফল হননি। কারণ বিএনপি মেলামাইন বা চীনা মাটির নয় যে ভেঙে যাবে। বিএনপি হচ্ছে ইস্পাত কঠিন জাতীয়তাবাদী শক্তির ঐক্য।’

বিএনপির শান্তিপূর্নভাবে রাজনৈতিক কর্মকান্ডে বাধা দিতেই সরকার এ ধরনের ঘটনা ঘটাচ্ছে বলেও অভিযোগ করেন রুহুল কবির রিজভী।

তিনি বলেন, যেখানে বিএনপির পাঁচ নেতাকর্মীকে একসঙ্গে দাঁড়াতে দেয় না, সেখানে শতাধিক লোককে পুলিশ মিছিল করতে দিয়েছে। সরকার গোয়েন্দাদের দিয়ে পাড়া-মহল্লার বস্তি থেকে টোকাই দিয়ে মিছিল করালেই সব হয়ে যাবে না। মানুষ সব বোঝে।

বিএনপির এই নেতা বলেন, ‘সরকার যদি এ ধরনের কাজ অব্যাহত রাখেন, তাহলে জনগণের শাস্তি হবে ভয়ংকর। এই বিচারের যে রায় হবে তাতে আপনারা মেরুদন্ড সোজা করে দাড়াতে পারবেন না।’

সংবাদ সম্মেলনে বিএনপির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক কবির মুরাদ সহদফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক

রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন

  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী
  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • বিএনপির আন্দোলন ভুয়া, তারেক রহমানের নেতৃত্বে আতঙ্কিত: ওবায়দুল কাদের
  • খালেদা জিয়ার ৩ রোগ বড় সংকট : চিকিৎসকরা