বিএনপির চেয়ারম্যান প্রার্থীকে অবরুদ্ধ
যশোরের চুড়ামনকাটি ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা বিএনপির সহসভাপতি আবদুস সাত্তার পুনরায় প্রার্থী হওয়ায় তাকে নৌকার প্রার্থী প্রায় একঘণ্টা অবরুদ্ধ করে রাখেন বলে অভিযোগ উঠেছে।
বুধবার বেলা ১১টায় ইউনিয়ন পরিষদে তাকে তালাবদ্ধ করে রাখা হয় বলে ভুক্তভোগী আবদুস সাত্তার প্রেসক্লাব যশোরে এসে অভিযোগ করেছেন। তবে ওই ইউনিয়নের নৌকার প্রার্থী অভিযুক্ত আবদুল মান্নান মুন্না দাবি করেছেন, বিএনপি প্রার্থী এটা একটা নাটক সাজিয়েছেন।
বিএনপির জেলা সম্পাদক সাবেরুল হক সাবু বলেন, ‘বুধবার বেলা ১২টার পর চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদে বর্তমান চেয়ারম্যান ও দলীয় প্রার্থী আবদুস সাত্তারকে অবরুদ্ধ করে রাখা হয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে।’
তিনি আরো অভিযোগ করে বলেন, ‘চুড়ামনকাটির ঘটনা ছাড়াও হৈবতপুর, কাশিমপুর, রামনগর, লেবুতলা ও ইছালী ইউনিয়নের দলীয় প্রার্থীদের মনোনয়নে নানা প্রতিবন্ধকতা সৃষ্টিসহ হুমকি দেয়া হচ্ছে। কাশিমপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শামীম সন্ত্রাসী হুমকির মুখে নিজে মনোনয়ন জমা দিতে যেতে পারেননি। তার ছেলে জমা দিয়ে ফেরার পর সন্ত্রাসীরা তাকে মারধর করে। এছাড়া ১৫টি ইউনিয়নের সংরক্ষিতসহ অন্তত ২০ জন সদস্য হুমকির মুখে মনোনয়নপত্র জমা দিতে পারেননি।
সাবু বলেন, ‘গত নির্বাচনে সদর উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে তাদের দলের ১৩ জন চেয়ারম্যান নির্বাচিত হন। নিরপেক্ষ নির্বাচন হলে এবার ১৫টি ইউপিতেই তারা জিতবেন।’ আর এটা যেহেতু তৃণমূলের নির্বাচন, তাই তাকে সার্বজনীন ও সুষ্ঠু পরিবেশ সৃষ্টির জন্য তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান।
এদিকে, বিএনপি সম্পাদকের অভিযোগ অস্বীকার করে জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন বলেন, ‘বিএনপি তাদের প্রার্থীর নিশ্চিত পরাজয় জেনে মিথ্যাচার শুরু করেছে। তাদের কোনো প্রার্থীকে আওয়ামী লীগের পক্ষ থেকে হুমকি দেয়া হয়নি।’
এ বিষয়ে যশোর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ওয়াহিদা আফরোজ বলেন, ‘১৫টি ইউনিয়নের কোনো প্রার্থীর পক্ষ থেকে তার কাছে কেউ কোনো অভিযোগ করেননি।’
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, ‘চুড়ামনকাটির চেয়ারম্যানকে পুলিশ ইউনিয়ন পরিষদের কার্যালয় থেকে উদ্ধার করেছে। তবে বিএনপির পক্ষ থেকে ‘অবরুদ্ধ’ বলা হলেও আওয়ামী লীগের লোকজন বলছেন এটা একটা নাটক। আমরা বিষয়টি তদন্ত করছি।’
এই সংক্রান্ত আরো সংবাদ
ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন