বিএনপির প্রাথীদের ঘরছাড়া করছে সরকার: রিজভী
বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সরকার দলীয়রা সারাদেশে ১৪০টি স্থানে বিএনপি প্রার্থীদের মনোনয়ন জমা দিতে বাধা দিয়েছেন। এছাড়াও বিভিন্ন স্থানে প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের চাপ, ভয়ভীতি দেখানোসহ অনেককেই ঘরবাড়ি ছাড়া করা হয়েছে। রোববার নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকরে সাথে আলাপ কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বিএনপি প্রার্থীদের ভয়ভীতি দেখিয়ে ঘর ছাড়া করা হলেও এসব অভিযোগ আমলে নিচ্ছেন না জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তারা। তাদের কাছে একাধিকবার অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি।
রিজভী বলেন, আমার ইসিকে অনুরোধ করেছি তারা যেন নির্বাচনের আগে হয়রানি বন্ধ করতে নির্দেশ দেয়। আর মিথ্যা মামলায় যারা বন্দি আছে তাদেরকে যেন মুক্তি দেওয়া হয়। এর আগে দলের যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে একটি দল নির্বাচন কমিশন সচিব সিরাজুল ইসলামের কাছে লিখিত অভিযোগ জমা দেয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন