বিএনপির বিক্ষোভ সমাবেশ আজ

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জশিট দাখিলের প্রতিবাদে আজ বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। সোমবার ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে বিকেল ৩টায় এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে সভাপতিত্ব করবেন বিএনপির ঢাকা মহানগর আহ্বায়ক মির্জা আব্বাস।
গত শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে যৌথ সভা শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস জানান, ঢাকা মহানগরের উদ্যাগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করা হবে। এ জন্য নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের অনুমতি চেয়েছি। যেকোনো এক জায়গায় সমাবেশ করা হবে।
তাঁতীদলের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মিন্টু জানান, বিক্ষোভ সমাবেশের জন্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুমতি পেয়েছে ঢাকা মহানগর বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপন্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস।
প্রসঙ্গত, রাজধানীর দারুসসালাম থানার দুই মামলায় বুধবার খালেদা জিয়াসহ ৫১ জনের বিরুদ্ধে পৃথক দুটি চার্জশিট দেয় পুলিশ।
২০১৫ সালের ৪ ফেব্রুয়ারি ও ৩ মার্চ দারুসসালাম থানার শাহআলী মাজার ও গাবতলী বাসস্ট্যান্ডের কাছে নাশকতার অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন