বিএনপি-জামায়াত এখন দেশে গুপ্তহত্যা শুরু করেছে: প্রধানমন্ত্রী
আন্দোলনের নামে পেট্রলবোমা হামলা চালিয়ে জনগণের কাছে প্রত্যাখ্যাত হয়ে বিএনপি-জামায়াত এখন দেশে গুপ্তহত্যা শুরু করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার গণভবনে কক্সবাজারের পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সদ্যপ্রয়াত সভাপতি আ ক ম শাহাবউদ্দীন ফরায়েজীর পরিবারের সদস্যদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। গণভবনে গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানান প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আসিফ কবির।
এদিকে আওয়ামী লীগের পার্লামেন্টারি বোর্ডের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সরকার নির্বাচনে শুধু চেয়ারম্যান ও মেয়র পদে দলীয় প্রতীক ব্যবহারে তার মত ব্যক্ত করেন। আসন্ন সংসদ অধিবেশনে এ বিষয়ে নীতিমালা চূড়ান্ত করা হবে। সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে।
আওয়ামী লীগের পার্লামেন্টারি বোর্ডের বৈঠক শুরুর আগে শাহাবউদ্দীন ফরায়েজীর স্ত্রী, পুত্র এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ফরায়েজীর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। ওই সময় নিহতের পরিবার অভিযোগ করে, বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দীন আহমেদের লোকেরা ফরায়েজী হত্যাকাণ্ডে জড়িত। ওই এলাকায় সালাহউদ্দীনের অনুসারী বিএনপি এবং জামায়াতের নেতাকর্মীরা এ ধরনের নাশকতা চালিয়ে আসছে।
পরিবারের সদস্যরা আরও জানান, শাহাবউদ্দীনকে হত্যা করার পর দুর্বৃত্তরা তার শরীর এসিড দিয়ে ঝলসে দেয়। ঘটনার দিন (৬ অক্টোবর) ওই এলাকায় ঝড়-বৃষ্টি হচ্ছিল, হত্যাকাণ্ডের দায় বজ পাতের ওপর চাপানোর জন্য এসিড ছোড়া হয়।
প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বানচাল ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। দলীয় ব্যানারে স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, চেয়ারম্যান ও মেয়র পদে তা সীমাবদ্ধ রাখা উচিত। এ বিষয়ে নীতিমালা নির্ধারণ করতে আসন্ন সংসদ অধিবেশনে বিল আনা হবে। বৈঠকে তোফায়েল আহমেদ শিক্ষকদের বেতনের বিষয়ে কথা বলেন।
সাক্ষাৎকালে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য, সাবেক ছাত্র নেতা আমিনুল ইসলাম আমিন, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম প্রমুখ উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ছাত্রলীগ, শিক্ষার্থী, মহিলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন