বিএনপি নেতা আর এ গনি আর নেই
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ড. আর এ গনি ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি এক ছেলে, তিন মেয়ে ও আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিএনপি’র এই প্রবীণ নেতা কয়েকদিন আগে হৃদরোগে আক্রান্ত হলে তাকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে তাকে নেয়া হয় স্কয়ার হাসপাতালে। এরপর উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড নেয়ার কথা ছিল আর এ গণিকে। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে বিদেশে নেয়া সম্ভব হয়নি। পরে তাকে ওই হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে ১৩ জানুয়ারি বুধবার রাত ১০টায় তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।
তার মৃত্যুতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক প্রকাশ করেছেন।
পরিবার ও দলীয় সূত্র জানায়, রাতে স্কয়ার হাসপাতালে হিমঘরে তার মরদেহ রাখা হয়। সকাল সাড়ে নয়টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তার লাশ নিজ বাসভবনে রাখা হবে। শুক্রবার বাদ জুমা ধানমন্ডির ঈদগাহ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। দুপুর ২টা ৩০ মিনিটে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হবে।
ড. গণির এক মেয়ে বিদেশে রয়েছেন, তিনি ফেরার পর বনানী কবরস্থানে দাফন সম্পন্ন হবে।
উল্লেখ্য, জিয়াউর রহমানের সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ছিলেন ড. আর এ গনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
সাময়িক বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মির দেশত্যাগে নিষেধাজ্ঞা
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বৈষম্যবিরোধী আন্দোলনেবিস্তারিত পড়ুন
কমলা হ্যারিসের ভোটের প্রচারণায় বাজবে এ আর রহমানের গান
আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসেরবিস্তারিত পড়ুন
উপদেষ্টা আদিলুর: পূজায় বিশৃঙ্খলাকারীদের ছাড় দেওয়া হবে না
দুর্গাপূজায় বিশৃঙ্খলাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেবিস্তারিত পড়ুন