বিএনপি প্রার্থীর বাড়িতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
লক্ষ্মীপুর : ইউপি নির্বাচনে রামগঞ্জের ইছাপুর ইউনিয়ন থেকে বিএনপি মনোনিত (ধানের শীষ) প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হাজী মো. অলি উল্যার বাড়িতে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণ করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন রামগঞ্জ উপজেলা বিএনপি।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে ইছাপুর ইউনিয়নের সৌন্দরা গ্রামে প্রার্থীর বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হাজী মো. অলি উল্যা জানান, ২১ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগ দলীয় (নৌকা প্রতীকের) চেয়ারম্যান প্রার্থীর ক্যাডাররা সৌন্দরা এলাকায় মোটরসাইকেলে করে সশস্ত্র মহড়া দিয়ে তার বাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়ে ভাঙচুর ও গুলিবর্ষণ করে। এ ঘটনায় তিনি রিটার্নিং অফিসার ও থানায় অভিযোগ দিয়েছেন বলে জানান।
এ অবস্থায় আগামী ২৩ এপ্রিল সুষ্ঠু নির্বাচন নিয়েও শঙ্কা প্রকাশ করে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান বিএনপি দলীয় এ চেয়ারম্যান প্রার্থী।
পরে তিনি তার বক্তব্যের স্বপক্ষে মোবাইলে ধারণকৃত সন্ত্রাসীদের সশস্ত্র মোটরসাইকেল মহড়ার কয়েকটি ভিডিও ক্লিপ সরবরাহ করেন উপস্থিত সাংবাদিকদের।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রামগঞ্জ পৌরসভার কাউন্সিলর ইব্রাহিম মজুমদার, ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুল করিম স্বপন, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক জুয়েল ভুঁইয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
এই সংক্রান্ত আরো সংবাদ
কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন
চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট
প্রায় সাড়ে চার বছর পর আগামী ২৯ জুলাই থেকে চালুবিস্তারিত পড়ুন
রায়পুরায় বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
‘আওয়ামী লীগ দেশের উন্নয়নের জন্য কাজ করে, ঘরের ছেলে ঘরেবিস্তারিত পড়ুন