বিএনপি প্রার্থীর ৫ কর্মীকে মারধরের অভিযোগ আ’লীগের বিরুদ্ধে
বগুড়ার সারিয়াকান্দিতে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের হামলায় বিএনপি প্রার্থীর পাঁচ কর্মী আহত হয়েছেন।
শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের কশাইপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি মনোনীত প্রার্থী ইমরান হোসেন তার কর্মীদের নিয়ে শুক্রবার বিকেল ৪টার দিকে কশাইপাড়া গ্রামে ভোট চাইতে যান। এ সময় আওয়ামী লীগ প্রার্থী গাজিউল হক গাজীর সমর্থকরা তাদের ওপর হামলা চালায়। এতে বিএনপি প্রার্থীর পাঁচ কর্মী আহত হন। আহতদের মধ্যে ইসমাইল (৪২) ও এনামুল হককে (৪৪) সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর তিন জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
তবে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আরিফুর রহমান মণ্ডল জানান, এ ধরনের ঘটনা তাদের জানা নেই।
এই সংক্রান্ত আরো সংবাদ
বগুড়ার ৩টি উপজেলায় নির্বাচন; ১৫৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ
রাত পোহালেই বগুড়ার তিন উপজেলা সারিয়াকান্দি, সোনাতলা ও গাবতলীতে ৬ষ্ঠবিস্তারিত পড়ুন
বিএনপি নেতাকর্মীরা বগুড়ায় আ.লীগ নেতার নির্বাচনী প্রচারণায়
বর্তমানে চলছে উপজেলা নির্বাচন। জাতীয় নির্বাচনের মত এই উপজেলা বির্নাচনেওবিস্তারিত পড়ুন
বিএনপি সভাপতি কারাগারে, শনিবার বগুড়ায় অর্ধ দিবস হরতাল
সরকারের বিভিন্ন সময়ে দায়ের করা মামলায় বগুড়া জেলা বিএনপি সভাপতিবিস্তারিত পড়ুন