বিএনপি সভাপতি কারাগারে, শনিবার বগুড়ায় অর্ধ দিবস হরতাল
সরকারের বিভিন্ন সময়ে দায়ের করা মামলায় বগুড়া জেলা বিএনপি সভাপতি ভিপি সাইফুল ইসলামকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার মামলার জামিনের জন্য তিনি আদালাতে হাজির হলে শুনানি শেষে আদালত তার জামিন নামুঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
বগুড়ার অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক এমদাদুল হক এই আদেশ দেন।
এদিকে ভিপি সাইফুল ইসলামকে কারাগারে পাঠানোয় বিএনপি সপ্তাহব্যাপী কর্মসূচি দিয়েছে। এর মধ্যে শনিবার বগুড়ায় অর্ধ দিবস হরতাল আহবান করে। এছাড়া বিএনপির অঙ্গসংগঠন বিক্ষোভ মিছিল মানববন্ধন কর্মসূচি দিয়েছে।
বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান দুপুরে এসব কর্মসূচি ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালে তার বিরুদ্ধে বগুড়ার বারোপুরে ট্রাক ভাঙচুর এবং ট্রাকে আগুন দেয়ার পৃথক দুটি মামলা হয়। ওই দুই মামলায় তিনি বৃহস্পতিবার আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে আদালত তাকে ভাঙচুর মামলায় জামিন এবং আগুন লাগানোর মামলায় জামিন নামুঞ্জুর করে কারাগারে পাঠায়।
এই সংক্রান্ত আরো সংবাদ

বগুড়ার ৩টি উপজেলায় নির্বাচন; ১৫৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ
রাত পোহালেই বগুড়ার তিন উপজেলা সারিয়াকান্দি, সোনাতলা ও গাবতলীতে ৬ষ্ঠবিস্তারিত পড়ুন

বিএনপি নেতাকর্মীরা বগুড়ায় আ.লীগ নেতার নির্বাচনী প্রচারণায়
বর্তমানে চলছে উপজেলা নির্বাচন। জাতীয় নির্বাচনের মত এই উপজেলা বির্নাচনেওবিস্তারিত পড়ুন

বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৩
বগুড়ার শাজাহানপুর উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।বিস্তারিত পড়ুন