মঙ্গলবার, অক্টোবর ২৯, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিএনপি সমর্থকদের বাড়িতে আ.লীগের হামলা, আহত ১০

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ প্রার্থীর কর্মী-সমর্থকরা সংখ্যালঘু পরিবারের বাড়িঘরসহ বিএনপি মনোনীত প্রার্থীর পাঁচ কর্মীর বাড়িতে হামলা চালিয়েছে। এসময় তারা বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। ভাঙচুর করা হয় ২৫/৩০টি মোটরসাইকেল। এতে আহত হন অন্তত ১০ জন।

মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ধুমঘাট গ্রামের আলিবুদ্দিগাইনের ছেলে আবু দাউদ গাইন, ভাই আবু বক্কর গাইন, স্ত্রী সাবিনা খাতুন, একই গ্রামের আব্দুল ওহাব, আছিয়া বেগম, তিন বছরের শিশু মায়া, আলম, সঞ্জয় মন্ডল, শিল্পি রানী, আব্দুল গনি ও আব্দুল হামিদ। আহতদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিএনপি মনোনীত প্রার্থী জিএম সাদেকুর রহমানের অভিযোগ, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জিএম শোকর আলি ও তার সমর্থকরা পরিকল্পিতভাবে এই সন্ত্রাসী হামলা চালিয়েছে। এসময় তারা ধুমঘাট এলাকার সঞ্জয় মন্ডল, উত্তম মন্ডল, অঞ্জন মন্ডল,আবু বক্কর গাইন ও দাউদ গাইনের বাড়িতে হামলা চালায়। পরে তারা ওই তিনটি বাড়িতে ভাঙচুর করে এবং ধান ও খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয়। বাধা দিতে গেলে অন্তত ১০ জনকে পিটিয়ে জখম করা হয়।

তবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শোকর আলির ভাষ্য, তিনি এ ব্যাপারে কিছুই জানেন না। তিনি বা তার কোনো লোকজন এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত নয়।

সাদেকুর রহমানের নির্বাচনী কর্মী আবদুল ওয়াহাব জানান ‘রাতে শোকর আলির সমর্থকরা ধুমঘাটের সঞ্জয় কুমারের বাড়িতে চড়াও হয়ে তার পরিবারের সদস্যদের মারপিট করতে থাকে। এক পর্যায়ে তারা বাড়ির চারটি ঘর ভাঙচুর করে। ধান ও খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয়’। এরপর একই গ্রুপ একই গ্রামের দাউদ গাইন ও আবুবকর গাইনের বাড়ির দুটি ঘর ভাঙচুর করে।

খবর পেয়ে রক্ষা করতে গেলে তাদেরও ওপরও চড়াও হয় শোকর আলির লোকজন। এ সময় তাদের (সাদেকুর এর কর্মী-সমর্থকরা) ব্যবহৃত ২০/২৫ টি মোটর সাইকেল ও ইঞ্জিন ভ্যান ভেঙ্গে গুঁড়িয়ে পানিতে ফেলে দেয় তারা।

খবর পেয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক ও উপপরিদর্শক আমিনুল ইসলাম একদল পুলিশ সদস্য নিয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা

গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন

তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের

ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন

মাস্টারমাইন্ড শাহীনের অগাধ রহস্য

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ভারতের কলকাতায় হত্যাকাণ্ডেবিস্তারিত পড়ুন

  • খুলনায় তিন কেন্দ্রে ব্যালট বই ছিনতাই, গণসিল, মহিলার কারাদণ্ড
  • ৪ হাজার কোটির খুলনা-মোংলা রেলপথ প্রস্তুত 
  • সাতক্ষীরা জেলায় আম সংগ্রহ উদ্বোধন
  • সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু  
  • টানা ৩ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, হিট অ্যালার্ট জা‌রি
  • চুয়াডাঙ্গায় আগু‌নে পুড়ল কৃষকের ছাগল ও ভুট্টা
  • কোটি টাকার স্বর্ণসহ ইউপি মেম্বার গ্রেপ্তার
  • বেনাপোলের কিশোরী জোনাকির মরদেহ যশোরে উদ্ধার
  • শিশুর গলায় পিস্তল ঠেঁকিয়ে স্বর্ণালঙ্কার লুট
  • চুয়াডাঙ্গার সীমান্তে কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক
  • কলেজের পিয়ন আবার স্কুলের প্রধান শিক্ষকও তিনি
  • ঝিনাইদহে সেনা সদস্যকে কুপিয়ে হত্যা