বিএনপি ৫ জানুয়ারি কর্মসূচি পালন করবেই: রিজভী

৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবসে’ কালো পতাকা মিছিল ও কালো ব্যাজ ধারণ’ কর্মসূচি পালন করবেই বিএনপি।
শুক্রবার বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ ঘোষণা দেন।
ওইদিন রাজপথে নামতে না দেয়া হবে না- আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের এমন বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘দলের পক্ষ থেকে আমরা ৫ জানুয়ারি সারা দেশে মহানগর ও জেলায় কালো পতাকা মিছিল ও কালো ব্যাজ ধারণের যে কর্মসূচি ঘোষণা করেছি, সেটা হবেই।’
রিজভী বলেন, ‘আমাদের জেলা নেতৃবৃন্দ সেভাবে প্রস্তুতি নিচ্ছেন। সকল নেতা-কর্মীর সমন্বয়ে একটি সাফল্যমণ্ডিত কর্মসূচি হবে।’
আগামী ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে ৭ জানুয়ারি সমাবেশও হবে বলে জানান তিনি।
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, ‘রাজপথে নামতে দেয়া হবে না- এটাই তো গণতন্ত্র হত্যার একটা দৃষ্টান্ত। নামতে দেবেন না কেন? ওইটা যদি গণতান্ত্রিক ভোট হয়ে থাকে, তাহলে তো গণতন্ত্র মানেই সমাবেশ, গণতন্ত্র মানেই তো মিছিল।’
আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘যারা অগণতান্ত্রিক শক্তি, যারা ভীত-সন্ত্রস্ত্র, তারাই জনগণের মিছিল দেখলে ভীত-সন্ত্রস্ত হয়ে পড়ে, ভয় পায়। আর তখন তাদের পেটোয়া বাহিনী নিয়ে চড়াও হয়।’
রিজভী বলেন, ‘তার (হানিফ) এই বক্তব্যের মধ্য দিয়ে তারা (ক্ষমতাসীন দল) প্রমাণ করে দিলেন, তারা গণতন্ত্র হন্তারক, গণতন্ত্রহত্যাকারী এবং তারা নিষ্ঠুরভাবে গণতন্ত্রকে মাটিচাপা দিয়েছে।’
এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন