বিকাশের মাধ্যমে খেলায় বাজি, ৩ জনের সাজা

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বিকাশের মাধ্যমে বিভিন্ন খেলায় বাজি ধরার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেয়া হয়।
শনিবার রাত সাড়ে ৮ টার দিকে আকস্মিক অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
সংশ্লিষ্ট আদালত সূত্রে জানা গেছে, পাঁচবিবি পৌরসভার কালাইহাটি সংলগ্ন রকি কম্পিউটার নামে একটি দোকানে বিকাশের মাধ্যমে ফুটবল ও ক্রিকেট খেলায় টাকার বিনিময়ে বাজি ধরে জুয়া চলছেÑ এ খবরের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর উদ্দিন আল ফারুকের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। এ সময় হাতেনাতে তিনজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- পাঁচবিবি উপজেলা সদরের বালিঘাটা বাজারের জাহাঙ্গীর হোসেনের ছেলে মহরম আলী আকন্দ রকি (২৭), দমদমা বাজারের আব্দুস সামাদের ছেলে আমিনুল ইসলাম (৪৫) ও দমদমা গ্রামের জিল্লুর রহমানের ছেলে মহীপুর সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের কর্মচারী বাবুল আক্তার (২৬)।
রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী আদালতের ম্যাজিস্ট্রেট নূর উদ্দিন আল ফারুক আটক তিনজনের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

জয়পুরহাটে ধর্ষক সুইটের বিচার দাবি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া সরকারি প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়েরবিস্তারিত পড়ুন
স্বামীর সঙ্গে অভিমান করে শিশুকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ!
স্বামীর সঙ্গে অভিমান করে জয়পুরহাটের সদর উপজেলায় শিশু মেয়েকে নিয়েবিস্তারিত পড়ুন

শিশুর লাশ উদ্ধার, অপহরণের পর হত্যার অভিযোগ
জয়পুরহাটের কালাই উপজেলার পৌর এলাকায় দ্বিতীয় শ্রেণিতে পড়া এক শিশুকেবিস্তারিত পড়ুন