বিকেলে ধরে নিয়ে গেল পুলিশ, সকালে গুলিবিদ্ধ লাশ
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের গুলিতে আল আমিন (৩৫) নামের এক মাছ বিক্রেতা নিহত হয়েছেন বলে তাঁর স্ত্রী অভিযোগ করেছেন। আজ মঙ্গলবার সকালে শহরের মেড্ডা এলাকায় তাঁর গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।
নিহত আল আমিনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়ায়। তাঁর স্ত্রী ও তাঁর দুই সন্তান রয়েছে।
আল আমিনের স্ত্রী তানজীন বেগম অভিযোগ করেন, সোমবার বিকেলে শহরের কান্দিপাড়ার নিজ বাসা থেকে পুলিশ তাঁর স্বামীকে ধরে নিয়ে যায়। রাতে থানায় যোগাযোগ করা হলে পুলিশ আটকের বিষয়টি অস্বীকার করে। আজ সকালে পুলিশের এক সোর্সের মাধ্যমে জানতে পারেন, আল আমিনের গুলিবিদ্ধ লাশ শহরের মেড্ডা এলাকায় পড়ে আছে।
এদিকে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং দোষী পুলিশ সদস্যদের শাস্তির দাবি জানিয়ে শহরে বিক্ষোভ মিছিল করে নিহতের স্বজন ও এলাকাবাসী।
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আল আমিনের ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে পুলিশ। রাতে জানাজা শেষে আল আমিনকে দাফন করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুর রহমান জানান, আল আমিন একজন মাদক ব্যবসায়ী। গতকাল সোমবার মেড্ডা এলাকায় দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি হয়। এতে গুলিবিদ্ধ হয়ে আল আমিনের মৃত্যু হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট
প্রায় সাড়ে চার বছর পর আগামী ২৯ জুলাই থেকে চালুবিস্তারিত পড়ুন
ছুটি শেষে কর্মচঞ্চল আখাউড়া স্থলবন্দর
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু। ঈদুল আযহা উপলক্ষে চার দিনবিস্তারিত পড়ুন
সরাইলে ভূমিহীন পরিবারের মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৪২ টি ভূমিহীন পরিবারের জন্য ভূমির দাবীতে মানববন্ধনবিস্তারিত পড়ুন