বিক্রি হয়ে যাচ্ছে সেই ‘কঙ্কালবাড়ি’
গত বছরের জুন মাসেই সামনে আসে সেই ‘কঙ্কালবাড়ির’ কথা। বাড়িটি থেকে উদ্ধার করা হয়েছিল তিনটি কঙ্কাল। একটি মানুষের, অন্য দু’টি তাদের পোষা কুকুরদের। জানা গিয়েছিল, ওই বাড়ির বাসিন্দা পার্থ মারা যাওয়া তার বোন ও কুকুরদের সৎকার না করে বিশেষ ধরনের কাপড়ে মুড়ে রেখে দিয়েছিল ঘরেই। এমনকি সেই মৃতদেহগুলোকে নিয়মিত খাবারও দিতেন তিনি। আলোচিত সেই ঘটনার পর থেকেই বাড়িটি পরিচিতি পায় ‘কঙ্কালবাড়ি’ হিসেবে।
তখন জানা গিয়েছিল, বোনের মৃত্যুকে সহজে মেনে নিতে পারেননি পার্থ। তাই বোন দেবযানী ও তার পোষা দুই কুকুরের মৃতদেহকে সাথে নিয়েই চলছিল পার্থর দিনযাপন।
ঘটনাটি ভারতের কলকাতার। শেক্সপিয়র সরণি থানার একটি বাড়ি থেকে অরবিন্দ নামে এক বৃদ্ধের অগ্নিদ্বগ্ধ দেহ উদ্ধার দিয়েই শুরু হয়েছিল এই ঘটনা। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই তদন্ত যে মোড় নেয় তাতে চক্ষু চড়কগাছ তদন্তকারীদেরই। তদন্তকারীরা জানায়, রবিনসন স্ট্রিটের একটি বহুতল ফ্ল্যাটের শৌচাগার থেকে উদ্ধার করা হয় অরবিন্দ দে নামে এক ব্যক্তির অগ্নিদগ্ধ দেহ। ওই ফ্ল্যাট থেকেই উদ্ধার হয় একটি মেয়ের কঙ্কাল ও দুটি কুকুরের কঙ্কাল।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করেছিল অরবিন্দ আত্মহত্যা করেছেন। কিন্তু তাদের ছেলে পার্থকে আটক করার পর বেরিয়ে আসে বাকি ঘটনা। ওই ঘটনার পর পার্থকে মানসিক চিকিৎসাও দেয়া হয়েছিল। সে ঘটনার আসামি পার্থ বর্তমানে জামিনে রয়েছেন।
সেই কঙ্কালবাড়িটি এখন বিক্রি হয়ে যাচ্ছে। জানা গেছে, ইতিমধ্যে এ বাড়িটির দাম উঠেছে ৫০ কোটি রুপিতে। বাড়িটি নিয়ে পার্থ ও তার কাকা অরুণ দে’র মধ্যে দ্বন্দ্ব থাকলেও বর্তমানে তারা যৌথ সিদ্ধান্তেই সেটি বিক্রিতে সম্মত হয়েছেন বলে জানা গেছে।
সূত্র: আজকাল
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন