বিগ বি’র লিভার ৭৫ ভাগই নষ্ট হয়ে গেছে!
নষ্ট হয়ে গেছে অমিতাভ বচ্চনের লিভারের ৭৫ ভাগই! মাত্র ২৫% এখন কার্যক্ষম। ভয়াবহ এই তথ্যটি জানিয়েছেন খোদ বলিউড শাহেনশা-ই।উদ্দেশ্য ছিল হেপাটাইটিস বি নিয়ে সচেতনতা গড়ে তোলা। মিডিয়া ক্যাম্পেনে এগিয়ে এসে ছিলেন বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন। সেই সচেতনতা ভিডিওতেই বেরিয়ে এল অমিতাভের জীবনের এই ভীষণ গোপন কথা। তাতেই চমকেছে তাঁর তামাম ভক্তকুল। তাঁরা আশঙ্কিতও।
‘কুলি’ সিনেমার শুটিংয়ের সময় ভয়াবহ এক দুর্ঘটনায় আক্রান্ত হন অমিতাভ। মৃত্যুর সঙ্গে রীতিমত পাঞ্জা লড়ে বেঁচে ফেরেন তিনি। সেই সময় তাঁকে ২০০ জন ডোনার ৬০ বোতল রক্ত দিয়ে ছিলেন। অমিতাভ জানিয়েছেন এই ২০০ জনের মধ্যে একজনের শরীরে ছিল হেপাটাইটিস বি ভাইরাস। সেখান থেকেই তাঁর শরীরে সংক্রামিত হয় এই মারাত্মক রোগ। ধীরে ধীরে কার্যক্ষমতা হারাচ্ছে লিভার। ২০০০ সালের আগে পর্যন্ত এই ভয়ানক খবরটি টেরই পাননি বিগ-বি। গত ১৫ বছরে অনেকটাই অকেজো হয়ে এসেছে তাঁর লিভার।
মিডিয়া ক্যাম্পেনে তিনি ধন্যবাদ জানিয়েছেন তাঁর ডাক্তারদের। ১২% লিভার অবশিষ্ট থাকলেই বেঁচে থাকা সম্ভব। কিন্তু অমিতাভের শরীরের আর বিন্দু মাত্র অবনতি এ দেশের কেউই বোধহয় চান না।তাই, সুস্থ থাকুন, ভাল থাকুন বিগ বি। খবর-আনন্দবাজার
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন