বিদেশি বধূ, বস্তির বর!
আজকাল প্রেম-ভালবাসা যেন ক্ষণিকের ভাল লাগায় রূপান্তরিত হয়েছে। যখন ইচ্ছে হয় মানুষ সম্পর্কে জড়ায় আবার ইছে হলেই সেই সম্পর্ক ভেঙ্গে আবার নতুন সম্পর্ক শুরু করে। যার ফলে মানুষের মাঝে আজ বিশ্বাসের বড়ই অভাব।
তবে এতোকিছুর মাঝেও সত্যিকারের ভালবাসা কিন্তু হারিয়ে যায়নি। এখনও বিভিন্ন সময় সত্যিকারের ভালবাসা দেখা যায়। সেরকম এক সত্য ঘটনা অবলম্বনে আমাদের আজকের এই প্রতিবেদন।
আমেরিকান ৪১ বছর বয়সী নাগরিক এমিলি, ভারতের আহমেদাবাদের বস্তীতে বসবাস করা ২৩ বছর বয়সী হিতেশ চাওরার সাথে প্রেমের সম্পর্কে জড়ায়। তাদের একে-অপরের পরিচয় হয়েছে ফেসবুকের মাধ্যমে।
তাদের দুইজনের যোগাযোগের মাঝে বিশাল সমস্যা ছিল তাদের একে-অপরের ভাষা। কিন্তু গুগল ট্রান্সলেটর তাদের এই সমস্যার সমাধান করেছে। হিতেশ জানান, তিনি এমিলির ইংরেজি কথা হিন্দিতে রূপান্তরিত করে বুঝে নিতেন। তারপর তিনি আবার নিজের ভাষা ইংরেজিতে রূপান্তরিত করে তাকে বার্তা পাঠাতেন। এভাবে তাদের ভালবাসা চলতে থাকে।
এমিলি মন্টানায় একজন স্বাস্থ্য সেবিকা হিসেবে কাজ করতেন। সেই সুবাদে তিনি ভারতে ভ্রমণ করতে আসেন। এখানে এসে হিতেশের সাথে দেখা করেন এবং সেদিনই ভারতীয় রীতিতে বিয়ে করেন।
হিতেশের পরিবার প্রথমে এই বিয়ে মেনে নিতে চায়নি। কিন্তু তাদের একে-অপরের প্রতি ভালবাসা দেখে তারা আর কিছু বলতে পারেনি।
হিতেশ জানান, এমিলির সাধারণ জীবন জাপন প্রণালী দেখে তিনি এমিলির প্রতি আর বেশি আসক্ত হয়ে পড়েছেন। এমিলির ভালবাসায় তিনি মুগ্ধ। তার জন্য এমিলি ভারতীয় রান্না শিখা শুরু করেছেন।
এমিলি জানান, হিতেশ কখনও তার কাছে কোন কথা লুকায়নি। যার ফলে তিনি তাকে এতো ভালবাসেন। তার সরলতার কারণে তিনি এতদূর চলে এসেছেন।
অতি শীঘ্রই তারা আমেরিকা ভ্রমণে যাবেন। এরপর তারা ভারতে নিজেদের বসতি গড়বেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন