‘বিদেশীদের নিরাপত্তা জোরদার করা হয়েছে’
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া পদ্মাসেতু এলাকা ও বিদেশি নাগরিকদের নিরাপত্তা পুলিশ ক্যাম্প পরিদর্শণ করলেন মহা পুলিশ পরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক। রবিবার বেলা সাড়ে ১১ টায় মাওয়া পদ্মাসেতু পাইলিং এলাকা পরিদর্শণ কালে সাথে ছিলেন, ঢাকা রেঞ্জ ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান, ডিআইজি শহিদুল ইসলাম, ডিআইজি চলতি দায়িত্ব হাইওয়ে পুলিশ মল্লিক ফকরুল ইসলাম, ডিআইজি এইচ আর এন্ড এম আতিকুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি ক্রাইম মো. আলী।
এছাড়া পদ্মাসেতু প্রকল্পের উর্ধ্বতন কর্মকর্তগন উপস্থিত ছিলেন। এ সময় আইজিপি সাংবাদিকদের বলেন, মাননীয় প্রধান মন্ত্রীর সিদ্ধান্ত ও নির্দেশনায় বাংলাদেশের নিজস্ব অর্থায়নে পদ্শা সেতু হচ্ছে। এটা আমাদের জন্য একটি অহংকার। আজকে আমি এখানে এসেছি প্রজেক্ট সাইট ও নিরাপত্তা সাইটটি ভালবাবে দেখা এবং কিছু জ্ঞান অর্জন করার জন্য। উন্নয়নের পুর্বশর্ত হল আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখা। নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হলে সকল উন্নয়ন বাধাগ্রস্থ হয়।
আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার দায়িত্ব হল পুলিশের। এখানে যারা কাজ করছেন ঠিকাদারী প্রতিষ্ঠান সরকারি সংস্থা বিদেশী আছেন যারা এখানে অবস্থান করছেন তাদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা দেখতে এসেছি। পদ্মা সেতুকে অগ্রাধিকার দিয়ে বিদেশীদের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সেতুতে কর্মরত দেশি বিদেশীরা স্বস্তি ও শান্তিতে আছে। তারা কোন উদ্বেগ উৎকন্ঠায় নেই। আমি একানে বিদেশীদের সাথে কথা বলেছি তারা স্বস্তিতে আছেন তাদের কোন উদ্বেগ উতকন্ঠা নাই। পুলিশ আছে ব্যাটেলিয়ান ও সেনাবাহিনী আছে। সার্বিক বিষয় প্রশাসন খেয়াল রাখছে। ব্রীজটি যাতে নির্ধারিত সময়ে হয় এজন্য সকলের প্রচেষ্টা থাকবে। পুলিশের পক্ষ থেকে আমাদের সার্বিক সহযোগীতা থাকবে। সেতু বিভাগের সচিবের ও পিডি মহোদয়ের সাথে কথা বলেছি, পুলিশ যখন চাইবেন তখনি পাইবেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

হঠাৎ বাস বন্ধ, বিপাকে যাত্রীরা
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট এলাকার বাসস্ট্যান্ড থেকে আজ সববিস্তারিত পড়ুন

স্বামীকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ধর্ষণের শিকার গার্মেন্টস কর্মী
মুন্সিগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাট এলাকায় পদ্মার চরে এক গার্মেন্টস কর্মীকেবিস্তারিত পড়ুন

ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন
মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের খাসের হাট এলাকার চাচাতো ভাইয়েরবিস্তারিত পড়ুন