বিদ্রোহী প্রার্থীদের ঠেকাতে আওয়ামী লীগে বহিষ্কার শুরু
আসন্ন ইউপি নির্বাচনে আগামী ২২ মার্চ প্রথম ধাপের ৭২৬টি ইউনিয়ন পরিষদে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীদের নিবৃত্ত করতে বহিষ্কার প্রক্রিয়া শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। গত এক সপ্তাহ ধরে বুঝিয়ে বিদ্রোহীদের বসিয়ে দেয়ার চেষ্টা করা হলেও অধিকাংশ জায়গায় তা ব্যর্থ হয়েছে বলে জানা গেছে।
এ কারণে বিদ্রোহীদের বহিষ্কারের কেন্দ্রীয় সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে উপজেলা ও জেলা আওয়ামী লীগ বিদ্রোহীদের কাছে কারণ দর্শানোর নোটিশ গতকাল সোমবার থেকে পাঠাতে শুরু করেছে। নোটিশে আগামী ২ মার্চের মধ্যে তাদের প্রার্থিতা প্রত্যাহার করতে বলা হয়েছে।
অন্যথায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক প্রক্রিয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়েছে। সূত্র জানায়, বিদ্রোহীরা প্রার্থিতা প্রত্যাহার না করলে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন অতিক্রম হওয়ার পরই প্রথমে তৃণমূল এবং পরে কেন্দ্রীয় আওয়ামী লীগ বিদ্রোহীদের বহিষ্কার করবে।
জানা গেছে, প্রথম ধাপের নির্বাচনে দুই তৃতীয়ংশ ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর ছড়াছড়ি। স্থানীয় সংসদ সদস্যরা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে বিদ্রোহীদের পক্ষে অবস্থান নেয়ায় শত বুঝিয়েও তাদের বসিয়ে দিতে পারছে না তৃণমূল আওয়ামী লীগ। পৌরসভা নির্বাচনে বিদ্রোহীদের স্থায়ীভাবে শাস্তি না হওয়াকেই ইউনিয়ন পরিষদে বিদ্রোহী প্রার্থী বৃদ্ধি পাওয়ার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন তৃণমূলের নেতারা।
এছাড়া তৃণমূলে নেতাদের তীব্র প্রতিযোগিতা, তৃণমূল থেকে জনপ্রিয় প্রার্থীদের বাদ দিয়ে প্রভাবশালী নেতাদের পছন্দের ব্যক্তিদের প্রার্থী করা এবং সারাদেশে বিএনপির সাংগঠনিক দুর্বলতাকেও কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। আওয়ামী লীগের দু’জন সাংগঠনিক সম্পাদক জানান, পৌরসভা নির্বাচনে বিদ্রোহীদের স্থায়ী বহিষ্কারের ঘোষণা না হওয়ায় ইউপি বিদ্রোহীরা এখন মনে করছেন, দল সাময়িক বহিষ্কার করলেও স্থায়ীভাবে তাদের শাস্তি দেবে না।
এদিকে প্রথম ধাপের ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় শেরপুরের নালিতাবাড়ীতে ১০ প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে উপজেলা আওয়ামী লীগ। শোকজপ্রাপ্ত প্রার্থীরা হলেন- নন্নী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও বর্তমান চেয়ারম্যান আব্দুল হাই আজাদ, রামচন্দ্রকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য খোরশেদ আলম খোকা, কাকরকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দিন আহমেদ, সদস্য নাজমুল হাসান ও নিয়ামুল কাউসার সোহাগ, যোগানিয়া ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক তাকিজুল ইসলাম তারা, বাঘবেড় ইউনিয়নে ছাত্রলীগ নেতা হাসানুজ্জামান রিয়াদ, কলসপাড় ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, তথ্য ও গবেষণা সম্পাদক কলসপাড় ইউনিয়ন কমিটির সভাপতি ফকর উদ্দিন নয়ন।
আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্য ও দলের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক বলেন, বিদ্রোহীদের বসিয়ে দিতে চেষ্টা করছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, দল করতে হলে দলের সিদ্ধান্ত মানতে হবে। যারা ইউপি নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হবে তারা সাংগঠনিক সর্বোচ্চ শাস্তি পাবেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন