বিনামূল্যে খাবার পাওয়ার আশায় দাবার চাল!
ফিওনা মুটেসি, নয় বছর বয়সে দাবা খেলা শুরু করেন, বিনামূল্যে খাবার পাওয়ার আশায়।
“আমি দাবা খেলতাম কারণ আমি কিছু খেতে চাইতাম, ‘পরিজ’ খাবার পাওয়ার আশায় আমি সেখানে বারবার যেতাম”। বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানা যায়।
উগান্ডার কামপালা শহরের ক্যাটউই এলাকার এক বস্তিতে বেড়ে উঠেছেন ফিওনা, সেখানে তিনি গৃহহীন ছিলেন। খুব তাড়াতাড়িই দাবা খেলার প্রতি ভালোবাসা জন্মে যায় তার।
২০ বছর বয়সী এই নারী এখন আফ্রিকান দাবা চ্যাম্পিয়ন এবং তার গল্প নিয়ে একটি চলচ্চিত্রও নির্মিত হয়েছে। ‘কুইন অফ ক্যাটউই’ নামের ওই চলচ্চিত্রে অভিনয় করেছেন লুপিতা নি’ওনগো এবং ডেভিড ওয়েলোভো।
“এখনো আমি বিশ্বাস করতে পারি না যা ঘটেছে। আমি শুধু দিনের খাবার দিনেই জোগাড়ের জন্য সংগ্রাম করছিলাম। আমার ঘুমানোর জায়গা ছিল না, কিন্তু যে পরিবর্তন ঘটেছে আমার জীবনে তার জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ”।
ফিওনা এখন বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছেন এবং তিনি আশা করেন তার জীবনের গল্প অন্যদেরও অনুপ্রাণিত করবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন