বিপিএলের আগেই পিসিবির তোপের মুখে আমির!
বাংলাদেশ প্রিমিয়ার লিগের(বিপিএল) তৃতীয় আসরে খেলার মধ্যে দিয়ে সম্ভাবনার নতুন দুয়ার খুলতে চলেছে মোহাম্মদ আমিরের সামনে। ম্যাচ পাতানোর অভিযোগে নিষিদ্ধ হওয়া আমির নিষেধাজ্ঞা কাটিয়ে আবারো ফিরেছেন ঘরোয়া ক্রিকেটে। আর ফিরতে না ফিরতেই আচরণগত সমস্যার কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ড(পিসিবি) সতর্ক করলো তাকে।
ঘরোয়া ক্রিকেটে পুরনো নিজেকে ফিরে পেয়েছেন আমির। অপেক্ষা এখন আন্তর্জাতিক ম্যাচে পাকিস্তানের জার্সি গায়ে জড়ানোর। কিন্তু এরই মধ্যে গোলমাল বাঁধিয়ে তোপের মুখে পড়েছেন পিসিবির। শৃঙ্খলা ভঙ্গের কারণে, জরিমানা গুনতে হয়েছে তাকে। একই সঙ্গে ক্ষুব্ধ পিসিবি সভাপতি শাহরিয়ার খান শেষবারের মতো সতর্ক করে দিয়েছেন।
খান জানিয়েছেন, ভবিষ্যতে আবারো এমন আচরণ করলে তা আর মেনে নেওয়া হবে না।
বলেছেন, ‘আমির ম্যাচে বাজে ভাষায় কথা বলেছে। তাই জরিমানা করা হয়েছে। একই সঙ্গে আচরণও ঠিক ছিলো না তার। ম্যাচ পাতানোর জন্য নিষেধাজ্ঞা কাটিয়ে মাত্রই ফিরেছে সে। এমন সময় আরো সতর্ক থাকা উচিৎ ছিলো তার। কিন্তু সে তা করেনি। ভবিষ্যতে কোন খেলোয়াড়ের সঙ্গে যদি ভালো ব্যবহার না করে, তাহলে আমি যতদিন পিসিবির প্রধান থাকবো, ততদিনে সে পাকিস্তান দলে জায়গা পাবে না।’
এর আগে পাকিস্তানের কায়েদ-ই-আজম ট্রফির এক ম্যাচে ফয়সালাবাদে সাউদার্নের হয়ে মাঠে নামেন মোহাম্মদ আমির। প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের সঙ্গে বাজে আচরণ করেন তিনি। প্রতিপক্ষ পিআইএতে খেলছেন সাবেক পাক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদের ভাতিজা। চাচার কারণেই, সে দলে সুযোগ পেয়েছে বলে বারবার খোঁচা দিচ্ছিলেন আমির। অন্যান্য ক্রিকেটারদের সঙ্গেও কুৎসিত গালাগালি করেন বলে অভিযোগ অঠ। ওই ম্যাচের জন্য ১৫০ শতাংশ জরিমানা করা হয়েছে
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন