বিপিএলের গ্রুপ পর্ব শেষে ব্যাটে-বলে শীর্ষে যারা
কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, শহীদ আফ্রিদি, মারলন স্যামুয়েলস, ড্যারেন সামি, শোয়েব মালিক—বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবার বিদেশি তারকার ছড়াছড়ি। এসেছেন টি-২০র সম্রাট ক্রিস গেইলও। ছক্কা-চারের ফুলঝুড়িতে জমজমাট বিপিএল। কিন্তু সুখের বিষয়, সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সেরা দশে সাত জন ব্যাটসম্যানই বাংলাদেশের। এমনকি সেরা দশ বোলিংয়েও স্থানীয়দের আধিপত্য। শীর্ষ দশের পাঁচজনই বাংলাদেশের।
টুর্নামেন্টে ব্যাটে-বলে তারকাদের পাশাপাশি আলো ছড়িয়েছেন অখ্যাত অনেকেই। কেউ কেউ আবার বিশ্ব ক্রিকেটে নিজেদের আবির্ভাবের জানান দিয়েছেন। এ যেমন গত ৩ ডিসেম্বরের ম্যাচে চিটাগংয়ের বিপক্ষে পাঁচ উইকেট নিয়ে অভিষেকেই তাক লাগিয়ে দেন রাজশাহী কিংসের হয়ে খেলা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সহ-অধিনায়ক আফিফ হোসেন ধ্রুব।
সবচেয়ে ইতিবাচক দিক বলা চলে, বাংলাদেশের ক্রিকেটারদের উজ্জ্বল পারফরম্যান্স। মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞদের পাশাপাশি মেহেদী মারুফ, মোসাদ্দেক হোসেন, নাসির হোসেন, মোহাম্মদ শহীদ, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজদের ধারাবাহিকতা চোখে পড়ার মতোই।
ব্যাটিংয়ে এবার সবাইকে পেছনে ফেলেছেন জাতীয় দলের ওপেনার ড্যাশিং ব্যাটসম্যান তামিম ইকবাল। ১২ ম্যাচে ৫ হাফ সেঞ্চুরিতে চিটাগং ভাইকিংস অধিনায়কের রান ৪২৫। সর্বোচ্চ ৭৫। সেরা ৫ ব্যাটসম্যানের তালিকায় তামিমের পরে যথাক্রমে খুলনা টাইটান্সের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ (৩৬৯ রান), রংপুর রাইডার্সের মোহাম্মদ শাহজাদ (৩৫০ রান), বরিশাল বুলসের অধিনায়ক মুশফিকুর রহীম (৩৪১ রান) এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মারলন স্যামুয়েলস (৩৩৪ রান) ।
ব্যাটিংয়ে বাংলাদেশের আধিপত্য থাকলেও বোলিংয়ের তুলনামূলক ভালো করেছে বিদেশীরা। সবার শীর্ষে আছেন আইসিসির সহযোগী দেশ আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবি। ১২ ম্যাচে ১৮ উইকেট নিয়েছেন দারুণ পারফর্ম করা চিটাগং ভাইকিংসের এই ক্রিকেটার। সমান উইকেট নিয়েও গড়ে পিছিয়ে থেকে দ্বিতীয় খুলনা টাইটান্সের শফিউল ইসলাম। তৃতীয় স্থানে আছেন রংপুর রাইডার্সের শহীদ আফ্রিদি (১৭), চতুর্থ ঢাকা ডায়নামাইটসের ডোয়াইন ব্রাভো (১৭) এবং তালিকার পঞ্চম অবস্থানে রয়েছেন জুনায়েদ খান (১৬)।
সামনেই নিউজিল্যান্ড সফর। কঠিন সিরিজের আগে ভালোই হচ্ছে টাইগারদের অনুশীলন। বিশেষ করে এবারের বিপিএলে স্থানীয় ব্যাটসম্যানদের জয়জয়কার। বিদেশি তারকাদের ছাপিয়ে বাংলাদেশের ক্রিকেটাররা নিজেদের তুলে ধরতে সমর্থ হচ্ছেন। নিউজিল্যান্ড সিরিজের আগে তাই এই টুর্নামেন্ট ক্রিকেটারদের অনুশীলনে বড় ভূমিকা রাখছে বলেই ক্রিকেট সংশ্লিষ্টরা মনে করছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন