বিপিএলের মতো সিপিএলেও উপেক্ষিত তামিম-রিয়াদরা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তামিম ইকবাল, তাসকিন আহমেদ ও মাহমুদউল্লাহ রিয়াদকে কোনো দলই কিনতে আগ্রহ দেখায়নি। ধারণা করা হচ্ছিল ক্যারিয়ান প্রিমিয়ার লিগে অন্তত কোনো দল আগ্রহ দেখাবে তাদের প্রতি। তবে জমজমাট এই লিগেও অবিক্রিত থেকে গেলেন তাঁরা। তাই সাকিবই থাকছেন সিপিএলের একমাত্র বাংলাদেশি প্রতিনিধি।
গতকাল সিপিএলের নিলামে ওঠেন ২৫৮ জন ক্রিকেটার। এ তালিকায় ঠাঁই পান বাংলাদেশের চার ক্রিকেটার। তাঁরা হলেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, এনামুল হক বিজয় ও তাসকিন আহমেদ। তবে নিলামে কোনো দল কেনেনি এই চার তারকা ক্রিকেটারকে।
কয়েক মৌসুম ধরে সিপিএল মাতিয়ে আসছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এবারও তাঁকে ধরে রেখেছে তাঁর দল বর্তমান চ্যাম্পিয়ন জ্যামাইকা তালওয়াস। এর আগে সিপিএলের দল সেন্ট লুসিয়া জুকসের হয়ে খেলেন তামিম ইকবাল।
এবারের সিপিএল নিলামের অন্যতম আকর্ষণ ছিলেন ক্রিস গেইল। গতবার জ্যামাইকায় থাকলেও এবার সেন্ট কিটস অ্যান্ড নেভিস দলে ভিড়িয়েছে তাঁকে। এক লাখ ষাট হাজার ডলারে বিক্রি হয়েছেন গেইল। তাঁর পরিবর্তে লেন্ডন সিমন্সকে নিয়েছে সাকিবের জ্যামাইকা।
আইপিএলে রেকর্ড ১২ কোটিতে রুপিতে বিক্রি হলেও সিপিএল কেউ নেয়নি টাইমাল মিলসকে। এ ছাড়া নিউজিল্যান্ডের কোরে অ্যান্ডারসন ও জেমস নিশাম এবং পাকিস্তানের মিসবাহউল হক ও ইয়াসির শাহ দল পাননি।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন