বিপিএলের ৫ম আসর শুরু ৪ নভেম্বর

আগামী ৪ নভেম্বর থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর শুরু হচ্ছে। তবে এই আসরের উদ্বোধনী অনুষ্ঠান হবে আগামী ২ নভেম্বর।
শেরে-বাংলা স্টেডিয়ামের কনফারেন্স হলে বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিক সংবাদ সন্মেলনে এই ঘোষণা দেয়া হয়।
সংবাদ সন্মেলনে জানানো হয়, আগামী ১৬ সেপ্টেম্বর এবারের আসরের জন্য ক্রিকেটার্স ড্রাফ্ট অনুষ্ঠিত।
এসময় বিপিএল গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা জানান, এখন পর্যন্ত আটটি দল নিবন্ধন করেছে। তবে শেষ পর্যন্ত যে আট দলই অংশ নেবে, সে নিশ্চয়তা নেই।
কোনো ফ্র্যাঞ্জাইজি ব্যাংক গ্যারান্টি দিতে ব্যর্থ হলে তার মালিকানা স্বত্ত্ব বাতিল বলে গণ্য হবে। এমন হলে দল সংখ্যা আট থেকে কমে সাতে নেমে আসতে পারে। এবারের আসরে আয়োজকরা বিদেশি ক্রিকেটার কোটা বাড়ানোর চিন্তা ভাবনাও করছেন।
উল্লেখ, ২০১২ সালে প্রথম মাঠে গড়ায় বিপিএল। পরের বছর হয় দ্বিতীয় আসর। ২০১৪ সালে বিপিএল মাঠে গড়ায়নি। ২০১৫ সালে আয়োজিত হয় বিপিএলের তৃতীয় আসর। আর চতুর্থ আসর হয় গত বছর।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন