রবিবার, এপ্রিল ২৮, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

ইংলিশ মিডিয়ামে প্রতি বছর ভর্তি ফি নয়: হাইকোর্ট

এখন থেকে দেশের কোনো ইংরেজি মাধ্যম স্কুল একাডেমি ফি বা সেশন ফির নামে প্রত্যেক বছর পুনঃভর্তি ফি নিতে পারবে না।

আজ বৃহস্পতিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

একইসঙ্গে প্রত্যেক স্কুলে পরিচালনা পর্ষদ কমিটি গঠন করে সেখানে অভিভাবকদের সদস্য হিসেবে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে নির্দেশও দিয়েছেন আদালত।

রায়ে বেতন নির্ধারণ, টিউশন ফি, শিক্ষক নিয়োগ ও স্টাফ নিয়োগ কার্যক্রম পরিচালনা পর্ষদের মাধ্যমে করতে হবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় প্রত্যেক বছর স্কুলে অডিট করে তার প্রতিবেদন ওয়েবসাইটে প্রকাশে করতে বলেছেন আদালত। সেই সঙ্গে বেতন বৃদ্ধির ক্ষেত্রে অভিভাবকদের মতামতকেও অগ্রাধিকার দিতে বলা হয়েছে।

এ ছাড়া ইংরেজি মাধ্যম স্কুলগুলোতে বাংলা শিক্ষার বিষয়ে অধিকতর গুরুত্ব দিয়ে ছাত্রছাত্রীদের সাবলীলভাবে বাংলা ভাষা বলা, লেখা ও বোঝার মতো শিক্ষা দিতেও বলেছেন হাইকোর্ট। দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি বিশেষ করে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাস শেখাতেও প্রতিটি স্কুল কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়। সেইসঙ্গে ইংরেজি মাধ্যম স্কুলগুলোতে বিভিন্ন জাতীয় দিবস পালন করতেও বলা হয়েছে।

এর আগে দুপুরে দেশের সব ইংরেজি মাধ্যম স্কুলের প্লে গ্রুপ থেকে ‘এ’ লেভেল পর্যন্ত শিক্ষার্থীদের টিউশন ফি, পুনঃভর্তি ফি ও সেশন চার্জ বিষয়ে শিক্ষা বিধিমালা গঠনে জারি করা রুলের রায় ঘোষণা শুরু করেন হাইকোর্ট। গত ৫ এপ্রিল শুনানি শেষে মামলাটি রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রাখা হয়।

আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরদার রাশেদ জাহাঙ্গীর। রিট আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার অনিক আর হক।

মামলার বিবরণে জানা যায়,২০১৪ সালে ইংরেজি মাধ্যম স্কুলের এক শিক্ষার্থীর অভিভাবক জাভেদ ফারুক শিক্ষার্থীদের টিউশন ফি, পুনঃভর্তি ফি ও সেশনচার্জ বিষয়ে শিক্ষা বিধিমালা গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন।

রিটে শিক্ষাসচিব, আইনসচিব, স্বরাষ্ট্রসচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিপ্তরের মহাপরিচালক ও দেশের সব ইংলিশ মিডিয়াম স্কুল কর্তৃপক্ষকে বিবাদী করা হয়।

এই রিটের প্রাথমিক শুনানি শেষে একই বছরের ২৩ এপ্রিল ইংরেজি মাধ্যম স্কুলের প্লে গ্রুপ থেকে ‘এ’ লেভেল পর্যন্ত শিক্ষার্থীদের টিউশন ফি, পুনঃভর্তি ফি ও সেশন চার্জ বিষয়ে কেন শিক্ষা বিধিমালা গঠন করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। একই সঙ্গে শিক্ষার্থীদের টিউশন ফি, পুনঃভর্তি ফি ও সেশনচার্জ নেওয়ার ক্ষেত্রে বিবাদীদের মনিটরিং সেল গঠনের কেন নির্দেশনা দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

মূল্য ৭ কোটি: পঞ্চগড়ে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

বৃহস্পতিবার (৭ মার্চ) বিকাল পৌনে ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে দেবীগঞ্জবিস্তারিত পড়ুন

বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট নিয়ে আদেশ

নিম্ন আদালতের বিচারকদের চাকরি ও শৃঙ্খলা বিধিমালার প্রকাশিত গেজেট বিষয়েবিস্তারিত পড়ুন

জাতীয় শোক দিবসে রাজধানীতে বাড়তি নিরাপত্তা

জাতীয় শোক দিবস ১৫ আগস্ট। এ দিবস উপলক্ষে রাজধানীজুড়ে কঠোরবিস্তারিত পড়ুন

  • মানবতাবিরোধী অপরাধ: আজহার-কায়সারের আপিল শুনানি ১০ অক্টোবর
  • নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলা: হাইকোর্টের রায় ২২ আগস্ট
  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড পাওয়া রাজাকার হাফিজ গ্রেপ্তার
  • সেলিম ওসমান অসুস্থ, চার্জ শুনানি হল না
  • স্ত্রী-শাশুড়িসহ তুফান ফের রিমান্ডে
  • এই রায়ে আমি ব্যথিত: অ্যাটর্নি জেনারেল
  • রিমান্ডে ধর্ষণের কথা ‘স্বীকার’ করলেন তুফান সরকার
  • আইনমন্ত্রীর খসড়া গ্রহণ করেনি আপিল বিভাগ
  • হলি আর্টিজানে হামলার ‘অন্যতম পরিকল্পনাকারী’ রাশেদ গ্রেপ্তার
  • হবিগঞ্জে চার শিশু হত্যা : তিনজনের ফাঁসির রায়
  • খালেদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন
  • বিচার বিভাগকে কোনঠাসা করে দেশের মঙ্গল হয় না: প্রধান বিচারপতি