বিপিএলে দল পেয়েছেন রবিউল ইসলাম

জাতীয় দলের বাইরে আছেন টেস্ট স্পেশালিস্ট পেসার রবিউল ইসলাম শিপলু। বিপিএলের খেলোয়াড়দের বাছাই প্রক্রিয়ায় ছয় ফ্রাঞ্চাইজির কোনটাই শিপলুর প্রতি আগ্রহ দেখায়নি। অবশ্য বিপিএলের প্রথম দুই আসরে খেলা হয়নি ডানহাতি এই পেসারের। সেবারও উপেক্ষিত থেকেছেন জাতীয় দলের হয়ে নয় টেস্ট ও তিন ওয়ানডে খেলা এই পেসার।
অবশেষে বিপিএলে দল পেয়েছেন রবিউল ইসলাম। চিটাগং ভাইকিংস তাকে দলে নিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দলের ম্যানেজার হাসানুজ্জামান ঝড়ু।
মঙ্গলবার চিটাগং ভাইকিংসের সঙ্গে কথা পাকাপাকি হয়েছে রবিউল ইসলামের। পেসারদের তালিকায় ‘সি’ গ্রেডে ছিলেন সাতক্ষীরার এই পেসার। পারিশ্রমিক ১২ লাখ টাকা।
রবিউল ইসলামকে দলে নেওয়ায় চিটাগং ভাইকিংসের বোলিং বিভাগ আরও শক্তিশালী হল। তাসকিন আহমেদ ও শফিউল ইসলামকে এরই মধ্যে দলে নিয়েছে চিটাগং। তবে এই দুই পেসারের ইনজুরি কিংবা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা এড়ানোর জন্যেই রবিউল ইসলামকে দলে নিয়েছে ফ্রাঞ্চাইজিরা।
প্রসঙ্গত, চিটাগং ভাইকিংসের হয়ে বিপিএল মাতাবেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির ও জিম্বাবুয়ের অলরাউন্ডার এলটন চিগম্বুরা। সব মিলিয়ে পেস অ্যাটাকে বেশ ভালো দল গড়েছে বন্দরনগরীর দলটি।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন