বিপিএল এবার সম্প্রচার হবে ১২২টি দেশে
টানা চতুর্থবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টাইটেল স্পন্সর হয়েছে চ্যানেল নাইন। তাদের মাধ্যমেই বিদেশি চ্যানেলগুলো এই আসরের খেলা সম্প্রচার করবে। তবে আশার কথা, এবার রেকর্ড ১২২টি দেশে বিপিএলের সম্প্রচার হবে।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হয়দার মল্লিক। এ ব্যাপারে তিনি বলেন, ‘বাংলাদেশের ঘরোয়া টি-টোয়েন্টি সবচেয়ে বড় আসর বিপিএলের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে, তার বড় প্রমাণ এবার ১২২ দেশে সম্প্রচার হচ্ছে। আমি তো বলব জনপ্রিয়তার ক্ষেত্রে আইপিএলের পরই বিপিএলের অবস্থান।’
এ ছাড়া উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, এবারই প্রথম ভারতীয় একটি চ্যানেলে এই আসরের ম্যাচগুলো দেখা যাবে। টুর্নামেন্টের সব ম্যাচই সম্প্রচার করবে ভারতীয় চ্যানেল সনি ইএসপিএন।
এ ছাড়া কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের বেশ কয়েকটি দেশে বিপিএলের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করা হবে। কানাডা ও যুক্তরাষ্ট্রে ইএসপিএন, যুক্তরাজ্য ও ইউরোপে প্রাইম স্পোর্টস, পাকিস্তানের জিও টিভি বিপিএলের চতুর্থ আসর সরাসরি সম্প্রচার করবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন