বিবাহবার্ষিকীর উপহারের পরই স্বামীর মৃত্যুসংবাদ!
সতীশ ও সুজাতা দাহিয়া দম্পতির তৃতীয় বিবাহবার্ষিকী আজ শুক্রবার (১৭ ফেব্রুয়ারি)। সবকিছু ঠিকঠাক থাকলে দিনটা উৎসবমুখর হতে পারত। কিন্তু সন্ত্রাসীদের সঙ্গে লড়াইয়ে প্রাণ গেছে ভারতীয় সেনাবাহিনীর মেজর সতীশ দাহিয়ার। এতে করে বিবাহবার্ষিকীর আগেই বাড়িতে স্বামীর লাশ পেয়েছেন স্ত্রী সুজাতা। অথচ মৃত্যুসংবাদ ও লাশের অনেক আগেই তাঁর বাড়িতে এসেছিল স্বামীর দেওয়া বিবাহবার্ষিকীর উপহার।
গত মঙ্গলবার ভারতের জম্মু-কাশ্মীর রাজ্যে সন্ত্রাসীদের হামলায় নিহত হন সতীশসহ চার সেনাসদস্য। সেনাবাহিনীর পাল্টা হামলায় চার সন্ত্রাসীও নিহত হয়।
গতকাল বৃহস্পতিবার সতীশের মরদেহ নিয়ে যাওয়া হয় হরিয়ানা রাজ্যে নিজ গ্রামে। সেখানেই তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়।
সতীশের বয়স ৩১ আর সুজাতার ২৭ বছর। বিবাহিত জীবনের শুরুতেই স্বামীকে হারিয়ে ভেঙে পড়েন সুজাতা। সতীশের পাঠানো উপহারগুলো কাছে নিয়ে বসে ছিলেন তিনি।
“ও মারা যাওয়ার পর এগুলো আমার কাছে পৌঁছায়। ও লিখেছিল, ‘আমি তোমাকে ভালোবাসি পুচা, তুমি আমার অনুপ্রেরণা”, এনডিটিভিকে বলেন সুজাতা।
সতীশের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেন ৮০০ জনের বেশি মানুষ। সবার ভালোবাসা ও শ্রদ্ধায় শেষ হয় শবদাহ। মানুষের ভিড়ের জন্য মরদেহের কাছে পৌঁছাতে বেশ বেগ পেতে হয়েছে সতীশের বাবারও।
রাজেশ দাহিয়া নামের সতীশের পরিবারের এক সদস্য জানান, সতীশ একজন বুদ্ধিমান ও সাহসী মানুষ ছিলেন। তিনি বলতেন, ‘আমি সেখানে অনেক শেয়াল মারি। আমি যখন ফিরে আসব, তখন সবাই আমাকে গর্বের সঙ্গে ভাই বলে ডাকবে।’
এই সংক্রান্ত আরো সংবাদ
প্রকাশ্যে জানালেনঃ দুই পরিচালকের সঙ্গে ‘প্রেম’ ছিল পায়েলের
টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির স্বনামধন্য দুজন পরিচালক রাজ চক্রবর্তী ও আবিরবিস্তারিত পড়ুন
প্রথম ‘সন্তানের’ জন্মলগ্নে কেঁদেছিলেন দেব ! দায়িত্ব অনেকটাই একা সামলাচ্ছেন তিনি
শিরোনাম পড়ে ভাবছেন, নায়ক দেব তো বিয়েই করেননি, তাহলে সন্তানবিস্তারিত পড়ুন
আলোচিত বাবা রাম রহিমের আয় কত, অনেকেই জানেনা?
ভারতের বিতর্কীত ধর্মগুরু বাবা রাম রহিমের পঞ্জাব, হরিয়ানায় স্থাবর সম্পত্তিরবিস্তারিত পড়ুন