শনিবার, মে ৪, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

কাস্টমার সামলে প্রেমিককে যেভাবে সময় দেন বাঙালী যৌনকর্মীরা !!

ভালোবাসার প্রিয় মানুষটির সঙ্গে সময় কাটাবেন প্রেমদিবসে৷ কিন্তু, তাই বলে তো পেশার ক্ষতিও করা যায় না৷ কেননা, রোজগার না হলে চলব কীভাবে? তার উপর, এমন কাস্টমারও তো রয়েছেন, যিনি তাঁর ভালোবাসার প্রিয় মানুষ ঠিক নন, তবে, তিনিও তো তাঁর সঙ্গেই এই বিশেষ দিনে কিছুটা সময় কাটাতে চান!

কাজেই, ভালোবাসার প্রিয় মানুষটির জন্য ওই কাস্টমারকে এ দিন ফিরিয়ে দিলে, আখেরে তো তাঁরই পেশার ক্ষতি হবে! যে কারণে, দুই দিকই সামলাতে হয় তাঁকে৷ ভ্যালেন্টাইনস ডে-র উন্মাদনায় সমাজের বিভিন্ন অংশের যুগলরা উচ্ছ্বাসের বিভিন্ন ধারায় ভেসে বেড়ালেও, বিশেষ এই দিনে ভালোবাসার প্রিয় মানুষটির সঙ্গে সময় কাটানোর পাশাপাশি কাস্টমারকেও সময় দিতে হয় বহু যৌনকর্মীকে৷ আর, এ ভাবেও বিভিন্ন উপায়ে রচিত হয়ে চলেছে কলকাতার অন্যতম যৌনপল্লি সোনাগাছির বহু যৌনকর্মীর প্রেমদিবসের উপাখ্যান৷

শুধুমাত্র আবার সোনাগাছিও নয়৷ কলকাতার অন্যান্য যৌনপল্লি সহ দুর্বার মহিলা সমন্বয় কমিটির অধীনে থাকা পশ্চিমবঙ্গের বিভিন্ন যৌনপল্লিতেও বিভিন্ন উপায়ে রচিত হয়ে চলেছে ভ্যালেন্টাইনস ডে-র আখ্যান৷ যদিও, সোনাগাছির যৌনকর্মীরা সরস্বতী পুজোতেও মেতে ওঠেন৷ এ ক্ষেত্রে বাঙালিদের ভ্যালেন্টাইনস ডে-র আমেজ যে কেউ কিছুটা হলেও উপভোগ করেন না, তাও নয়৷ যেমন, দুর্বার মহিলা সমন্বয় কমিটির কোষাধ্যক্ষ চামেলি সাহা৷ তিনি বলেন, ‘‘আমি ভ্যালেন্টাইনস ডে উদযাপন করি না৷ তবে বাঙালিদের ভ্যালেন্টাইনস ডে সরস্বতী পুজো বিশেষ দিন৷’’ বিভিন্ন পুজো সত্ত্বেও সোনাগাছির অন্যতম আকর্ষণ অবশ্য কার্তিক পুজো৷ কিন্তু, ভ্যালেন্টাইনস ডে-তে ভালোবাসার প্রিয় মানুষটির জন্য কি কোনও যৌনকর্মী পেশা থেকে ছুটি নিতে পারেন না?

পশ্চিমবঙ্গের যৌনকর্মীদের অন্যতম সংগঠন দুর্বার মহিলা সমন্বয় কমিটির সচিব কাজল বসুর কথায়, ‘‘কোনও যৌনকর্মী যে কাউকে ভালবাসেন না, তা তো নয়৷ তবে, আমাদের এখানে দুর্বারের তরফে ভ্যালেন্টাইনস ডে-র উদযাপন করা হয় না৷ কোনও যৌনকর্মী যদি উদযাপন করতে চান, তিনি করেন৷’’ কীভাবে? কাজল বসু বলেন, ‘‘যে যৌনকর্মীর প্রেমিক আছেন, তিনি প্রেমিকের সঙ্গে কোথাও হয়তো ঘুরতে গেলেন৷ হয়তো সিনেমায়ও গেলেন৷ প্রেমিকের সঙ্গে সময় কাটালেন৷ প্রেমিকের জন্য বিশেষ কিছু রান্না করলেন৷ তবে, কাস্টমারকেও সামলাতে হয়৷ ভ্যালেন্টাইনস ডে-র জন্য প্রেমিকের জন্য এ সব করলেও পেশা থেকে এ দিন ছুটি নেন না৷’’ প্রেমদিবসের জন্য বিশেষ কোনও দিন কি গুরুত্বপূর্ণ? দুর্বার মহিলা সমন্বয় কমিটির সচিব বলেন, ‘‘বিশেষ দিনের ঘোষণা গুরুত্বপূর্ণ৷ প্রতিটি মানুষের মতো আমাদেরও মৌলিক অধিকার রয়েছে৷ তবে, আমাদের জন্য কোনও বিশেষ দিনের কথা বলছি না৷ সকলের জন্য বিশেষ কোনও দিনে আমরা সকলের মতোই মেতে উঠি৷

এই সংক্রান্ত আরো সংবাদ

পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা

পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন

এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?

এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন

৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন

১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • লজ্জায় লাল হয়ে যায় পাখিও
  • দুই হাতের হৃদয়রেখা মিলে গেলে কি হয় জানেন?
  • ৩২১ থেকে ওজন কমিয়ে ৮৫!
  • রং নম্বরে প্রেম, বাধা হয়ে দাঁড়ায়নি ঝলসে যাওয়া মুখ
  • পানিতে ভেসে উঠলো অলৌকিক হাত!
  • ১৫ বছরে একবার ফোটে ‘মৃত্যুর ফুল’
  • চা বিক্রেতা এখন ৩৯৯ কোটি টাকার মালিক
  • একটি মাছের বিষে মারা যেতে পারে ৩০ জন
  • মোবাইল কিনতে ছয় সপ্তাহের শিশুকে বিক্রি
  • পরকীয়ায় জড়াচ্ছে নারীরা প্রধান যে তিনটি কারণ নেপথ্যে
  • ২৪০০ কেজি খিচুড়ি রান্না হয় যেখানে দৈনিক !
  • পরীক্ষায় ফেল করলেই বিবাহ বিচ্ছেদ