বিমানবন্দরের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি

বিমানবন্দরে ছুরিকাঘাতের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। সোমবার দুপুরে এপিবিএন প্রধানের নির্দেশে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এপিবিএন সদর দফতরের অতিরিক্ত ডিআইজি (এডমিন ও ইনটেলিজেন্স) হাসিব আজিজকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- এপিবিএন সদর দফতরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্ত এবং ইন্সপেক্টর মতিউর রহমান।
এপিবিএন সদর দফতরের স্টাফ অফিসার অতিরিক্ত এসপি জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দ্রুত তদন্ত শেষে কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, গতকাল রোববার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কিছু দুষ্কৃতকারী বিমানবন্দরের ভেতরে প্রবেশের চেষ্টাকালে বাধা দিলে নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদের ওপর হামলায় চালায়। এ সময় দুষ্কৃতকারীদের ছুরিকাঘাতে চার আনসার সদস্য আহত হন। পরে সোহাগ আলী নামে এক আনসার সদস্য চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এদিকে ওই ঘটনার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন